রবিবার, ০৪ অক্টোবর, ২০১৫, ০৯:২২:১৩

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে বিসিবির নতুন অাভাস

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে বিসিবির নতুন অাভাস

স্পোর্টস ডেস্ক: কয়েকদিন ধরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে যা ঘটছিল, তাতে বোঝাই যাচ্ছিল সিরিজ বাতিল হতে যাচ্ছে। আপাতত আর হবে না। বৃহস্পতিবার দীর্ঘ সভার পর ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আনুষ্ঠানিকভাবে সিরিজ স্থগিত করার ঘোষণাও দিয়ে দিল। সিরিজ স্থগিত করল। এ ঘোষণার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে যে ক্রিকেট অস্ট্রেলিয়াকে বাংলাদেশ সফর নিয়ে ভাবার অনুরোধ জানানো হয়েছিল, তাও ভেস্তে গেল।

নিরাপত্তার অযুহাত দেখিয়ে শেষপর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত করার দিকেই হাঁটল। তবে এই সিরিজ কবে হবে, তা নিয়ে কিছুটা অাভাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বিসিবির সঙ্গে সিরিজ কবে হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগামী বছরের সেপ্টেম্বরের আগে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের কোন ক্রিকেট সিরিজের সম্ভবনা দেখছে না। তবে সেপ্টেম্বরেও যে খেলতে রাজি হবে অস্ট্রেলিয়া এমন সম্ভবনাও কম দেখছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তার মতে টানা ক্রিকেট খেলার পর তখন হয়তো অস্ট্রেলিয়া ক্রিকেট দল বিশ্রাম নিতে চাইবে। তাই বাংলাদেশ-অস্ট্রেলিয়ার এই সিরিজ পড়ে গেলো রীতিমত অনিশ্চয়তার পথে। কারণ সরকারের সিদ্ধান্তের বিপরীতে কোনভাবেই যেতে পারবে না ক্রিকেট অস্ট্রেলিয়া  

আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে নিউজিল্যান্ড। একই মাসের শেষে বাংলাদেশে অনুষ্ঠিত হবে বিপিএল। এরপর জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ রয়েছে বাংলাদেশের। মার্চ থেকে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের পর বাংলাদেশের কোন খেলা না থাকলেও অস্ট্রেলিয়া খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের সঙ্গে। তাই সেপ্টেম্বরের আগে অস্ট্রেলিয়ার সঙ্গে ক্রিকেট সিরিজের সম্ভবনা দেখছে না বিসিবির কর্মকর্তারা।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে অস্ট্রেলিয়া। এরপর ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া। তারা যদি সমঝোতা করে এর আগে বাংলাদেশে আসতে চায় তাহলে সম্ভব। এছাড়া আগামী সেপ্টেম্বরের আগে আমি কোন সম্ভবনা দেখছিনা।
৪ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে