রবিবার, ০৪ অক্টোবর, ২০১৫, ১১:৫৫:১৮

স্বপ্ন মলিন হয়ে গেল বাংলাদেশের

স্বপ্ন মলিন হয়ে গেল বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: কোচের প্রত্যাশা রানার্স আপ হওয়ার। অধিনায়কের স্বপ্ন চ্যাম্পিয়ন হিসেবেই মূল পর্বে খেলা। তবে দুজনেরই ইচ্ছে ছিল প্রথম ম্যাচেই জয় পাওয়ার। সেই স্বপ্ন পূরণও হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে স্বপ্ন মলিন হয়ে গেল সাইফুল বারীর শিষ্যদের।

রোবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সেই ভুটানই ছিল ম্যাচের নিয়ন্ত্রকের ভূমিকায়। যদিও শেষ অব্দি ভাগ্যে জোরে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই ড্রয়ে স্বপ্ন মলিনই হয়ে গিয়েছে বাংলাদেশের। দু’দিন আগে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ফুটবলের বাছাই পর্বে শ্রীলঙ্কা ২-০ গোলে হারিয়ে শুভ সূচনাই করেছিল স্বাগতিক দল।

অন্যদিকে, দিনের অপর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়ায় ২ ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট আদায় করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথ এক প্রকার পরিষ্কারই করে ফেলেছে উজবেকিস্তান।
৪ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে