স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার সাবেক কোচ মার্সেলো বিয়েলসাআরকে গুলি করতে গিয়েছিলো পুলিশ। এই ঘটনাটি ২০০১ সালের। এ ঘটনায় কোনওমতে প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি। তখন তিনি ছিলেন আর্জেন্টিনার কোচ।
তখনকার গোলকিপার পাবলো কাভালারো এ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, তখন আর্জেন্টিনা জুড়ে অপহরণকারীদের রাজত্ব। আর ইজেইজায় বিয়েলসার বাড়িটা যেখানে ছিল, সেখানে ঢোকা তো কোনও ব্যাপারই ছিল না। আর্জেন্টিনা দলটা যখন ওই শহরে ছিল, তখন বিয়েলসার বাড়িতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। যাবতীয় ছক, ট্যাকটিক্স সিডিতে রেখে দিতেন তিনি। আর রাতে সেগুলো শুনতেন।
একবার রাত দুটোর সময় বেরিয়েছিলেন সিডি প্লেয়ার কানে গুঁজে। পুলিশ স্বাভাবিক ভাবেই অত রাতে একজনকে ঘোরাফেরা করতে দেখে বন্দুক উঁচিয়ে গ্রেপ্তার করতে গিয়েছিল' তখনই বিয়েলসা চিৎকার করে বলতে থাকেন, থামুন থামুন আমি বিয়েলসা। গুলি করবেন না....'।
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে