স্পোর্টস ডেস্ক : বোলারদের ব্যর্থতা তো রয়েছেই, ধর্মশালায় সিরিজ়ের প্রথম টি টোয়েন্টি ম্যাচে হারের জন্য আম্পায়ারদের দিকেও অভিযোগের আঙুল তুলছেন মহেন্দ্র সিং ধোনি। কড়া সমালোচনাও শোনা গেছে ভারতীয় দলের অধিনায়কের মুখে। তার মতে, আম্পায়ারের সিদ্ধান্ত ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল ভারতকে।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৭ তম ওভারে ভুবনেশ্বর কুমারের ইয়র্কার ডুমিনির পিছনের পায়ে লাগে। ভারতীয় ফিল্ডারদের আবেদনে সাড়া দেননি আম্পায়ার।
আম্পায়ার বিনীত কুলকার্নির সিদ্ধান্তে ক্ষুব্ধ ধোনি। তিনি বলেছেন, “আম্পায়ারের কয়েকটা সিদ্ধান্তে আমরা খুশি নই। ভুবনেশ্বরের বলে ডুমিনি LBW ছিল। আম্পায়ার সঠিক সিদ্ধান্ত নিলে ম্যাচের ছবি বদলে যেত। এরপর ডুমিনিই আমাদের হাত থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়ে গেল।”
আম্পায়ারের সিদ্ধান্তে সমালোচনা খুব একটা করেন না ক্যাপ্টেন কুল। কিন্তু, আম্পায়ার বিনীত কুলকার্নির সিদ্ধান্ত মানতে পারছেন না তিনি। এখন দেখার আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করে শাস্তির কবলে পড়েন কি না ভারতীয় অধিনায়ক।
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি