স্পোর্টস ডেস্ক : চলতি পাকিস্তান সফরের এক সংবাদ সম্মেলনে কিছু কথা উর্দুতে বলে ফেলেন সালমা খাতুন। ফলে বাংলাদেশ মহিলা দলকে পাকিস্তান সফরের বাকি সময়ে উর্দু ভাষায় কথা না বলার জন্য সতর্ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল সিমিত ওভারের সিরিজ খেলেতে বর্তমানে পাকিস্তান সফর করছে। করাচিতে টি-২০ সিরিজ হারার পর দলটি বর্তমানে ওয়ানডে সিরিজ খেলছে।
সফরকারী দলের ম্যানেজার শফিকুল হক জানিয়েছেন গণমাধ্যমের সঙ্গে এক আলাপে অধিনায়ক সালমা খাতুন উর্দু ভাষায় কিছু কথা বলেছেন। যার প্রেক্ষিতে টিম ম্যানেজমেন্টের কাছে ব্যাখ্যা দাবী করেছেন বিসিবি।
স্থানীয় এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকাকে শফিক বলেন,‘ এখানে কোন সাক্ষাৎকার কিংবা যে কোন ধরনের কথাবার্তায় আমাদেরকে কেবলমাত্র বাংলা অথবা ইংরেজিতে কথা বলতে নির্দেশ দেয়া হয়েছে। যেখানেই যাক দলের সঙ্গে আমাকে থাকতে এবং তাদের বক্তব্যকে ইংরেজিতে তরজমা করে দিতে বলা হয়েছে।’
পাকিস্তান অথবা ভারত যেখানেই যাক খেলোয়াড় এবং কর্মকর্তাদেরকে উর্দু অথবা হিন্দি ভাষায় কথা না বলতে বোর্ডকে বাংলাদেশ সরকার নির্দেশ দিয়েছে বলে নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা।
রীতি বাংলাদেশী খেলোয়াড় ও কর্মকর্তাদেরকে নিয়ম মেনে চলতে এবং উর্দু ভাষায় কথা বলতে নিষেধ করা হয়েছে।
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি