স্পোর্টস ডেস্ক: গতকাল (রবিবার) খুলনার শেখ নাসের স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের ১৭ তম আসরের দ্বিতীয় রাউন্ডে খেলায় বরিশাল বিভাগের হয়ে ২০০ রানের অপরাজিত এক ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন। এরই মধ্য দিয়ে তিনি তার ক্যারিয়ারের ১২ তম প্রথম শ্রেণীর ম্যাচে খেলতে নেমে পেয়ে গেলেন তৃতীয় ডাবল সেঞ্চরি।
৮ মাস আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়া এ তরুণের এবছর এটা ৬ষ্ঠ সেঞ্চুরি, তিনি ছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটে এবছর ৬টি সেঞ্চুরি আছে শুধু শ্রীলংকার কুমার সাঙ্গাকারার। অথচ এই মোসাদ্দেকেরই শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো, প্রথম ম্যাচে দুই ইনিংসেই আউট হয়েছিলেন শূন্য রানে! সে কথা মনে করে মোসাদ্দেক বলেন, ‘তখন তো মনে হচ্ছিল আমি আসলে এই ক্রিকেটটা খেলতেই পারব না। এটা বড় ব্যাটসম্যানদেরই খেলা।’
মোসাদ্দেকের একসময়কার সতীর্থদের অনেকেই এখন খেলছেন জাতীয় দলে, তবে কি একটু পিছিয়ে পড়লেন? মোসাদ্দেক বলেন,‘সৌম্য সরকার, এনামুল হক, তাসকিন আহমেদ, লিটন দাস, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান—আমি যাদের সঙ্গে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলেছি,তাদের মধ্যে এই ছয়জন এখন জাতীয় দলে। তবে পিছিয়ে পড়েছি, এ রকম আমার কখনোই মনে হয় না। ওটা ভাবলেই বরং পিছিয়ে পড়ব। ওরা হয়তো একটু আগে জাতীয় দলে এসেছে, আমি একটু পরে আসব...এই তো!’
হ্যা, আত্মবিশ্বাসে কোন কমতি নেই মোসাদ্দেকের। আন্তর্জাতিক ক্রিকেট খেলার প্রস্তুতি ও আত্মবিশ্বাস দুটোই তার আছে বলেই মনে করেন তিনি। জাতীয় দলে ডাক পাওয়ার জন্য অপেক্ষায় আছেন সঠিক সময়ের, সে পর্যন্ত যেখানেই সুযোগ মেলে ছোটাতে চান রানের ফুলঝুরি। সূত্রঃ প্রথম আলো
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর/রাজু