বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৫৬:১৭

‘তাসকিন বাংলাদেশের সম্পদ’

‘তাসকিন বাংলাদেশের সম্পদ’

স্পোর্টস ডেস্ক: তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট অঙ্গন যে অন্য মাত্রায় পৌঁছেছে সেটি যে কোন ক্রীড়া প্রেমি এক বাক্যে স্বীকার করে নিবেন। বাংলাদেশের টাইগাররা বিশ্বের প্রতাপশালী বাঘা বাঘা দলকে কুপোকাত করেছেন এই কোচারের গুরু দায়িত্ব চলাকালীন সময়ে।

বৃহস্পতিবার বিকেলে মিরপুর শেরে এ বাংলা ক্রিকেট স্টেডিয়ামের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই কোচার কথা বলেন দলের বর্তমান অবস্থা এবং আসন্ন সিরিজ প্রসঙ্গে।

সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে তাসকিন আহমেদকে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমাদের স্টাফদের খুব সতর্ক প্রচেষ্টা চলছিল তাসকিনকে পুরোপুরি ফিট করে তোলার। বিশেষ করে একাডেমি স্টাফরা, স্টুয়ার্ট ও ব্রেট। ওর জন্য (তাসকিন) ওদের আলাদা ট্রেনিং প্রোগ্রাম ছিল। সতর্ক ভাবেই তাই ওকে টেস্টের জন্য তৈরি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মনে রাখতে হবে, ১৯-২০ বছর বয়সে ১৪০-১৪৫ কিমি গতিতে বল করা সহজ কাজ নয়। এজন্য ওর দেখভাল করতে হবে, কারণ ও আমাদের সম্পদ। এজন্য ধীরে ধীরে ওকে প্রস্তুত করা হবে। থুব শিগগিরই সে টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত হয়ে উঠবে।’
১০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর/রাজু

১০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে