সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ০৮:৪৭:৩৫

ব্যর্থ সৌম্যে ‘মুগ্ধ’ নির্বাচকরা

ব্যর্থ সৌম্যে ‘মুগ্ধ’ নির্বাচকরা

স্পোর্টস ডেস্ক: ৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সিরিজের দুই ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবচেয়ে মজার এবং অদ্ভুত ব্যাপার হলো টানা ব্যর্থতার পরও সৌম্যকে চূড়ান্ত দলে রাখা হয়েছে। আর তাতে বিস্ময় দেখা দিয়েছে ক্রিকেট ভক্তদের মাঝে।

সদ্য শেষ হলো আফগানিস্তান সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রতিটি ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন জাতীয় দলের এই টপ অর্ডার ব্যাটসম্যান। তিন ওয়ানডেতে তার ব্যাট থেকে এসেছে- ০, ২০, ১১। এছাড়া ব্যাট হাতে একবারেই ফ্লপ ছিলেন ক’মাস আগে অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগেও। তার আগে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত,দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ছিলেন পুরোপুরি ব্যর্থ।

টানা ব্যর্থতার কারণে অনেকের ধারণা ইংল্যান্ডের বিপক্ষে বাদ পড়বেন এ ওপেনার। কিন্তু শেষ পর্যন্ত সেই গুঞ্জণ মিথ্যা হয়ে গেল।

গত বছর দেশের মাটিতে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চমক দেখান সৌম্য। কিন্তু এরপর থেকেই রান খরা যাচ্ছে তার।

কিছু দিন জাতীয় দলের বাইরে রেখে তার ব্যাটিং টেকনিক নিয়ে কাজ করলে সৌম্যের জন্য সেটা বেশি ভালো হতো বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা।

কিন্তু নির্বাচকরা সৌম্যকে আরো একটা সুযোগ দিতে চাইছেন। শুধু  নির্বাচকরা নন, টিম ম্যানেজমেন্টের চাওয়াও এটা। এমনকি বিসিবি চায় সৌম্য আরেকটা সুযোগ পাক।
৩ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে