সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ০৯:২৪:৫৯

কোচ ওয়ালশের সুপারিশে টাইগার টিমে এই নতুন মানিক

কোচ ওয়ালশের সুপারিশে টাইগার টিমে এই নতুন মানিক

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশে এবাদত হোসেন ও আলি আহমেদ মানিকের নাম চমকে দিয়েছে অনেককেই। পেসার হান্ট থেকে উঠে আসা এবাদত তবু এখন অনেকটাই পরিচিত। বড় বিস্ময় ছিল মানিকের ডাক পাওয়া।
 
এমনকি বিসিবির দল ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে তার নাম লেখা হয় ‘মোহাম্মদ মানিক’! এটাই বলে দেয়, এই নামের জন্য কতটা অপ্রস্তুত ছিল সংশ্লিষ্ট অনেকে।

এমনিতে শের-ই-বাংলা স্টেডিয়ামে যাদের নিয়মিত যাতায়াত, তাদের কাছে অবশ্য মানিক খুব অচেনা নন। প্রায় ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই তরুণ পেসার বাংলাদশ দলের নেটে নিয়মিত মুখ। তবে নেট থেকে প্রস্তুতি ম্যাচের দলে চলে আসা তো চাট্টিখানি কথা নয়!

মানিকের জন্য আশীর্বাদ হয়ে এসেছে কোর্টনি ওয়ালশের নজরে আসা। জাতীয় দলের নেটে মানিকের বোলিং দেখে মনে ধরেছে বোলিং কোচের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, ওয়ালশই অনুরোধ করেছেন মানিককে সুযোগ দিতে।

“ওয়ালশ ওর ব্যাপারে সুপারিশ করেছে আমাদের কাছে। নেটে ওর বোলিং দেখে ওয়ালশের ভালো লেগেছে। বলেছে ছেলেটিকে ম্যাচ খেলার সুযোগ দিতে।”

২০ ছুঁইছুঁই মানিক প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন একটি ম্যাচ। গত অক্টোবরে জাতীয় লিগে ঢাকা বিভাগের হয়ে খুলনার বিপক্ষে সেই ম্যাচের প্রথম ইনিংসে ভালোই করেছিলেন (২/৪৫)। তবে দ্বিতীয় ইনিংসে ৯.২ ওভারে ৮৪ রান গুণে নিয়েছিলেন ১ উইকেট। এরপর গত ঢাকা প্রিমিয়ার লিগে ক্রিকেট কোচিং স্কুলের হয়ে খেলেছেন দুই ম্যাচ, উইকেট নিয়েছিলেন একটি।

পারফরম্যান্সে দারুণ কিছুর ইঙ্গিত না থাকলেও ওয়ালশ দেখছেন সম্ভাবনা, জানালেন মিনহাজুল।

“ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে থাকা মানে অনেক বড় সুযোগ। নিশ্চয়ই মানিকের মাঝে দারুণ কিছু দেখেছেন ওয়ালশ। আমরাও একটু পরখ করে নিচ্ছি।”

মানিকের পাশাপাশি এবাদতকেও দেখে নিতে চান নির্বাচকেরা।

“এবাদত তো পেসার হান্টের পর হাই পারফরম্যান্স ইউনিটে ছিল। বিপিএলে দল পেয়েছে। ঠিক পথেই এগোচ্ছে। তবে খুব বেশি ম্যাচ খেলেনি। ওকেও আমরা একটু দেখে নিতে চাই।”

ইংল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচটি হবে আগামী মঙ্গলবার, ফতুল্লায়।-বিডি নিউজ
৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে