সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ১০:২৩:৫৪

মেসির অভাব হাড়ে হাড়ে টের পেল বার্সা

মেসির অভাব হাড়ে হাড়ে টের পেল বার্সা

স্পোর্টস ডেস্ক : দলে নেই লিওনেল মেসি। আর জিতেনি বার্সা। গোটা ম্যাচেই লিওনেল মেসিকে হাড়ে হাড়ে টের পেল বার্সেলোনা।

পয়েন্ট টেবিলের শীর্ষে ফেরার মিশন নিয়ে রোববার সেল্টা ভিগোর মুখোমুখি হয় বার্সা। তবে আবারো হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। মেসিহীন বার্সাকে ৪-৩ গোলে হারিয়ে দিয়েছে সেল্টা ভিগো।

পরিসংখ্যানের পাশাপাশি শক্তিতে এগিয়ে থাকা বার্সা, এদিন শুরু থেকেই অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে। ম্যাচের ১১ মিনিটে সুয়ারেজের নেওয়া শট রুখে দেন সেল্টা গোলরক্ষক। তবে ম্যাচের ২২ মিনিটে বার্সার রক্ষণের দুর্বলতায় এগিয়ে যায় সেল্টা। গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগানের বাড়ানো বলে বুসকেটস নিয়ন্ত্রণ নিতে না পারলে তা থেকে গোল করে দলকে লিড এনে দেন পিয়োনে সিসতো।      

ম্যাচের ৩১ মিনিটে স্বাগতিকদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আসপাস। মাঝমাঠে বল পেয়ে পিকেকে ফাঁকি দিয়ে ডি-বক্সের ঠিক মাথা থেকে দুর্দান্ত কোনাকুনি শটে গোল করেন এই স্ট্রাইকার। এর ২ মিনিট পর ডি-বক্সে আসপাসের বাড়ানো বল বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালেই ঢুকিয়ে দেন ফরাসি ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ। ফলে ৩-০ তে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বার্সা। ম্যাচের ৫৮ মিনিটে ইনিয়েস্তার বাড়ানো বলে দারুণ হেডে বল জালে পাঠান পিকে। ম্যাচের ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ১ গোলে কমিয়ে আনেন নেইমার। তবে ম্যাচের ৭৭ মিনিটে টের স্টেগেনের ভুলে আবারো ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। জর্ডি আলভার ব্যাকপাস বিপদমুক্ত করতে গিয়ে শট মারেন এগিয়ে আসা হার্নান্দেসের দিকে আর বল তার মাথায় লেগে জালে ঢুকে যায়।

ম্যাচের ৮৭তম মিনিটে ডান পাশ থেকে দেনিস সুয়ারেসের ক্রসে আবার হেডে গোল করে সমর্থকদের মনে আশা জাগান পিকে। তবে বাকি সময় আর গোলের দেখা না পেলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় মেসিহীন বার্সাকে। এদিকে দিনের অপর ম্যাচে ভালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে