সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ১০:২৪:১৫

বাবরের সেঞ্চুরিতে এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের সিরিজ জয়

বাবরের সেঞ্চুরিতে এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক: বাবর আজমের টানা সেঞ্চুরির ওপর ভর করে এক ম্যাচে হাতে রেখেই সিরিজ জিতে নিল পাকিস্তান ক্রিকেট দল।

রবিবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫৯ রানে হারিয়েছে তারা।

গতকাল শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানের দেয়া ৩৩৮ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা।

দলের পক্ষে ড্যারেন ব্রাভো ৬১, মারলন স্যামুয়েলস ৫৭, ক্রেইগ ব্র্যাথওয়েট ৩৯, দিনেশ রামদিন ৩৪ ও জ্যাসন হোল্ডার ৩১* রান করেন। পাকিস্তানের পক্ষে ওয়াহাব রিয়াজ ২টি, মোহাম্মদ আমির ১টি ও ইমাদ ওয়াসিম ১টি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে বাবর আজমের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৭ রান সংগ্রহ করে পাকিস্তান। ১২৩ রান করে আউট হন বাবর আজম। এছাড়া শোয়েব মালিক ৯০, সরফরাজ আহমেদ ৬০* রান করেন। ওপেনিংয়ে নেমে শারজিল খান করেন ২৪ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জ্যাসন হোল্ডার ২টি, আলজারি যোসেফ ২টি ও সুনিল নারিন ১টি করে উইকেট নেন।

প্রথম ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন বাবর আজম। ১২০ রান আউট হয়েছিলেন তিনি। ওয়ানডে সিরিজের আগে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছিলো পাকিস্তান।

প্রসঙ্গত, প্রথম ম্যাচে তারা জয় পেয়েছিল ১১১ রানে। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৫ অক্টোবর।
৩ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে