সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ১১:০৭:৩৩

ব্যাট হাতে সোহাগ গাজীর দুর্দান্ত সেঞ্চুরি

ব্যাট হাতে সোহাগ গাজীর দুর্দান্ত সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক: প্রথম শ্রেণির ক্রিকেটে ৭টি সেঞ্চুরির মালিক সোহাগ গাজী। ২০১৩ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে তো টেস্ট সেঞ্চুরিই করে ফেলেছিলেন তিনি। একই টেস্টে হ্যাটট্রিক ও সেঞ্চুরির বিরল কীর্তিও গড়েছিলেন বরিশালের এই কৃতি সন্তান।

সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে দ্বিতীয় দিনে এসে দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দিয়েছেন তিনি। তার সেঞ্চুরির ওপর ভর করে দুর্বার গতিতে এগোচ্ছে বরিশাল বিভাগ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩৮৭ রান সংগ্রহ করেছে বরিশাল।

টস জিতে ব্যাট করা বরিশালের ইনিংসে আতঙ্ক ছড়িয়েছে ঢাকা মেট্রোর মোহাম্মদ আশরাফুলের বোলিং। নিষেধাজ্ঞা শেষে ঘরোয়া ক্রিকেটের মাঠে প্রথম দিন ব্যাট নয় বল হাতে আলো ছড়াচ্ছেন তিনি। এখন পর্যন্ত ১৯ ওভার বল করে ৫ মেডেনে, ৫৯ রানে তিনি তুলে নিয়েছেন ৩ উইকেট। ৪০ ওভার বল করে ৬ মেডেন ১৩০ রান দিয়ে ৩ উইকেট আরাফাত সানির।
৩ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে