সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ১১:২৯:০০

বাঁশিতে শেষ ফুঁ দেওয়ার কয়েক সেকেন্ড আগেই গোল

বাঁশিতে শেষ ফুঁ দেওয়ার কয়েক সেকেন্ড আগেই গোল

স্পোর্টস ডেস্ক: আরেক বার প্রমাণ হলো ফুটবলে যে দক্ষতার সঙ্গে ভাগ্য দেবতার হাত থাকতে হয়। তা না হলে দেখুন আর্সেনালের ম্যাচটি। রেফারি তখন বাঁশিতে শেষ ফুঁ দেবেন। বার্নলে ধরেই নিয়েছে, এক পয়েন্ট পেয়ে গেছে তারা। তখনই নির্মম আঘাত। নিষ্ঠুর পরাজয় বরণ করে নিতে হল বার্নলেকে।
 
একেবারে অন্তিম মুহূর্তে (৯৩ মিনিটে) লঁরে কসসিয়েলনির বিতর্কিত গোলে ভাগ্যপ্রসূত জয় পেল আর্সেনাল। যোগ করা সময়ে থিও ওয়ালকট হেড করেছিলেন অ্যালেক্স চ্যাম্বারলেইনের উদ্দেশ্যে। গানার অধিনায়ক কসসিয়েলনির হাতে বল লেগে থাকতে পারে। এছাড়া অফসাইডেও তার থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তবু আর্সেনালের জয়ের নায়ক তিনি।
 
রোববার ইংলিশ প্রিমিয়ার লীগের অপর ম্যাচে ম্যানসিটি ০-২ গোলে হেরে যায় টটেনহ্যামের সঙ্গে। এই হারে অবশ্য সিটি শীর্ষচ্যুত হয়নি। সাত ম্যাচে তাদের ১৮ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম। লিভারপুল (১৬ পয়েন্ট) ও আর্সেনাল (১৪) যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে। প্রিমিয়ার লীগে পেপ গুয়ারডিওলার উড়ন্ত সূচনায় ছেদ টানল টটেনহ্যাম। এদিন হোয়াইট হার্ট লেনে কোলারভের আত্মঘাতী গোলে ম্যাচের নয় মিনিটে এগিয়ে যায় টটেনহ্যাম। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেলে আলি।
 
টটেনহ্যাম ও আর্সেনালের জয়ের রাতে স্টোক এক পয়েন্ট কেড়ে নিল ম্যানইউর কাছ থেকে। অ্যান্থনি মার্শালের লক্ষ্যভেদে এগিয়ে যাওয়া ম্যানইউ ম্যাচের শেষের দিকে গোল হজম করে। সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ম্যানইউ।-বিবিসি স্পোর্ট
৩ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে