স্পোর্টস ডেস্ক: সেই ২০১৩ সাল থেকে বাংলাদেশ ফুটবল দলের উন্নয়ণে একাধারে কাজ করে গেছেন ডাচ কোচ লোডভিক ডি ক্রইফ। বাফুফের অনেক নাটকীয় পরিস্থির পর অবশেষে সেই ক্রইফ অধ্যায় শেষ হয়ে বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হতে যাচ্ছেন ইতালিয়ান যাবিও লোপেজ।
বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পক্ষ থেকে যাবিও লোপেজের নিয়োগের ব্যপারটি নিশ্চিত করা হয়।
ইতালির বিভিন্ন ক্লাবের হয়ে খেলে যাওয়া ফ্যাবিও বাংলাদেশে প্রথম ইতালিয়ান কোচ হিসাবে দায়িত্ব পেতে যাচ্ছেন।কোচিংয়ে যুব পর্যায়ে দায়িত্ব পালন করেছেন এই ইতালিয়ান। তিনি বিখ্যাত ইতালিয়ান ক্লাব এ এস রোমা একাডেমির তালিকাভুক্ত কোচ। ২০০৭ সালে লিথুয়ানিয়ার একটি ক্লাবের হেড কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
১০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর/রাজু