মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ০৯:২৫:০৬

অসুস্থ মেয়ে ভর্তি হাসপাতালে, তবু মাঠে শামির ঝড়

অসুস্থ মেয়ে ভর্তি হাসপাতালে, তবু মাঠে শামির ঝড়

স্পোর্টস ডেস্ক: দলের প্রতি দায়বদ্ধতার নতুন নজির তৈরি করলেন মুহম্মদ শামি। ১৪ মাসের মেয়ে যখন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে শয্যাশায়ী, মাঠে শামি তখন বল হাতে নিজেকে উজাড় করে দিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তুলে নিলেন ছ’উইকেট।

ইডেন টেস্টের দ্বিতীয় দিনই শামির মেয়ে আইরা অসুস্থ হয়ে পড়ে। প্রবল জ্বর। সঙ্গে তীব্র শ্বাসকষ্ট। তাকে মধ্য কলকাতার এক হাসপাতালের আইসিসিইউ-তে ভর্তি করা হয়। টানা তিন দিন হাসপাতালে ছিল আইরা। উদ্বিগ্ন শামি দিনের খেলা শেষ হয়ে যাওয়ার পরই রোজ ছুটতেন হাসপাতালে। অনেক রাত পর্যন্ত মেয়ের কাছে থাকার পর ফিরতেন টিম হোটেলে। পরের দিন সকালেই আবার মাঠে নেমে পড়তে হবে যে!

সোমবার শামির স্ত্রী হাসিন জাহান বললেন, ‘‘দ্বিতীয় দিন খেলা দেখতে মাঠে গিয়েছিলাম। কিন্তু বিকেলের দিক থেকে মেয়ে আইরার খুব জ্বর এসে গিয়েছিল। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিই আমরা।’’ প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও বেড না থাকায় অন্যত্র ভর্তি করা হয় আইরাকে।

দিনের খেলা শেষ হওয়ার পরই হাসপাতালে পৌঁছে যেতেন শামি। হাসিন বলছেন, ‘‘ও খুব চিন্তিত হয়ে পড়েছিল। আমি ওকে উদ্বিগ্ন হতে বারণ করেছিলাম।’’ শামির স্ত্রী যোগ করলেন, ‘‘মেয়ের এই অবস্থার মধ্যেও মাঠে যেভাবে ও বল করল, তাতে আমি গর্বিত। ভারতের সিরিজ জয়ের আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছে আমার কাছে। হয়তো ঈশ্বরও এটাই চাইছিলেন। আইরা এখন ভাল আছে। হাসপাতাল থেকে সোমবার বিকেলে ছাড়া পেয়েছে।’’
ম্যাচের শেষে সেই খবর শুনে শামিও তাই অনেকটা স্বস্তিতে।-এবেলা

৪ অক্টোর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে