মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ০৯:৪৪:৩৭

বিপিএলে না আসার পরামর্শ ইংলিশদের!

বিপিএলে না আসার পরামর্শ ইংলিশদের!

স্পোর্টস ডেস্ক: ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। প্রতি বছরের ন্যায় এ বছরও দেশি-বিদেশি খেলোয়াড়দের মিলনমেলা বসবে আসরটিতে।

তবে আসরটিতে ইংল্যান্ড খেলোয়াড়দের অংশগ্রহন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কারণ বিপিএলে অংশ নিতে ইংল্যান্ডের ক্রিকেটারদের বাংলাদেশে আসতে নিরুৎসাহিত করেছে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটারদের সংস্থা (পিসিএ)।

নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশ সফর নিয়ে টালবাহানা করেছিল ইংল্যান্ড ক্রিকেট দল।  তবে শেষ পর্যন্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সিদ্ধান্তে সম্মতি জানিয়ে সফরে এসেছে দেশটির ক্রিকেট টিম। কিন্তু বিপিএলে খেলোয়াড়দের নিরাপত্তার ব্যাপারে অতটা নিশ্চিত হতে পারছে না পিসিএ। বিপিএলের এবারের আসরে বিভিন্ন দলে ডাক পেয়েছেন ছয়জন ইংলিশ ক্রিকেটার। সংস্থাটির ধারণা, ইংল্যান্ড সফরে যে নিরাপত্তাব্যবস্থা থাকবে, সেটা বিপিএলে পাবেন না তাদের ক্রিকেটাররা।

গত আসরেও নিরাপত্তার কারণে ইংল্যান্ডের ক্রিকেটারদের বিপিএলে খেলার বিষয়ে সতর্ক করেছিল পিসিএ। ইংল্যান্ডের বৈদেশিক ও কমনওয়েলথ অফিসও (এফসিও) নিকট ভবিষ্যতে বাংলাদেশে সন্ত্রাসী হামলার শঙ্কার কথা জানাচ্ছে। তাদের ওয়েবসাইটে নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার কথা জানিয়েছে এফসিও।-ক্রিকইনফো।
৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে