মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ১০:২৮:২৯

মোস্তাফিজের সেই বন্ধু খেলছে আজ ইংল্যান্ডের বিপক্ষে

মোস্তাফিজের সেই বন্ধু খেলছে আজ ইংল্যান্ডের বিপক্ষে

স্পোর্টস ডেস্ক: রোদ-জ্বলা দুপুর। বিসিবি একাডেমি মাঠের এক কোণে বসে আছেন মোস্তাফিজুর রহমান। তখন সাসেক্সে খেলতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশের এই সাড়া জাগানো পেসার। একাডেমি মাঠে কয়েক চক্কর দৌড় দিয়ে একটা ছেলে এসে বসল তার সামনে। দীর্ঘকায় ছেলেটাকে মোস্তাফিজ ‘বন্ধু’ বলেই সম্বোধন করলেন।

খুনসুটির মাঝেই মোস্তাফিজের আবদারে ওই খর রোদে আবারও দৌড়াতে গেল ছেলেটা। গত কয়েক বছরে স্টেডিয়াম পাড়ায় নিয়মিত যাতায়াতকারীদের কাছে খুবই পরিচিত মুখ আলী আহমেদ মানিক। নেট বোলিং থেকে সেই মানিক সুযোগ পেয়ে গেছেন ইংল্যান্ডের বিপক্ষে আজ মঙ্গলবারের প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষিত বিসিবি একাদশে।

জাতীয় দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশের মনে ধরেছে মানিকের পেস বোলিং। ক্যারিবীয় এই কিংবদন্তির সুপারিশে ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেয়ে যারপরনাই আনন্দিত কদিন পরই বিশে পা দিতে চলা এই ডানহাতি পেসার।

বিসিবি একাদশে সুযোগ পেয়েছেন আরও এক তরুণ পেসার। পেসার হান্ট থেকে উঠে আসা এবাদত হোসেন সবার নজর কেড়েছেন এইচপি ক্যাম্পে। সম্প্রতি বিপিএলের চতুর্থ আসরের জন্য রাজশাহী কিংস দলে টেনেছে ডানহাতি এই পেসারকে। মানিকের ডাক পাওয়াটা বিস্ময় জাগালেও বিমানবাহিনীতে চাকরিরত এবাদত অবশ্য এমন সুযোগের অপেক্ষায় ছিলেন। বিসিবি একাদশে সুযোগ পেয়ে রোমাঞ্চিত তিনিও।

আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিরুদ্ধে মাঠে নামবে ইংল্যান্ড। কয়েক বছর ধরে নিয়মিত নেটে বোলিং করা মানিক মনেপ্রাণে চাইছেন সুযোগটা কাজে লাগাতে। গতকাল অনুশীলনের পর তার কণ্ঠেও ঝরছিল উত্তেজনা, ভালো লাগার সুর।

মানিক বলেন, ‘পরশু রাতে এই খবরটা পাওয়ার পর থেকে আমি অনেক এক্সাইটেড। বিসিবি একাদশে সুযোগ পাওয়া আমার জন্য অনেক বড় একটা পাওয়া। ইংল্যান্ডের মতো বড় একটা দলের বিপক্ষে আমি খেলবো এটা আমার জন্য বড় একটা সুযোগ। এখানে যদি আমি ভালো করতে পারি আমার জন্য হয়তো সুযোগ তৈরি হবে।’

ওয়ালশের বিবেচনায় সুযোগ পাওয়া মানিক দুটি লিস্ট ‘এ’ ম্যাচ, একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। বোলিংয়ে নিজের শক্তির জায়গা ও ওয়ালশের সঙ্গে কাজ করা প্রসঙ্গে এই তরুণ বলেন, ‘আমি কোর্টনি ওয়ালশের সাথে চারদিন কাজ করেছি। তিন চারটা ব্যাপার নিয়ে আমার সাথে কাজ করেছেন তিনি। আমি ওসব নিয়েই কাজ করছি। আমার বোলিংয়ের মূল শক্তি হচ্ছে আউট সুইং।’

পেসার হান্ট, এইচপি ক্যাম্প থেকে জাতীয় ক্রিকেট লিগ। এখন বিসিবি একাদশ। এবাদত যেন স্বপ্নের সিঁড়ি ভাঙছেন। জাতীয় লিগের প্রথম ম্যাচে সিলেটের হয়ে তিন উইকেট নিয়েছেন ২২ বছর বয়সী এই পেসার।

ইংল্যান্ডের বিরুদ্ধে সেরাটা দিতে মুখিয়ে আছেন এবাদত, ‘ভালো লাগছে অনেক। রবি পেসার হান্ট থেকে আমার যাত্রা শুরু। ওইখান থেকেই চেষ্টা করেছি নিজেকে মেলে ধরতে। তারপর এইচপি টিমে সুযোগ পাওয়া, সেখান থেকে ন্যাশনাল লিগ। এখন আবার ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সুযোগ পেলাম। এটা অনেক বড় সুযোগ কিংবা পাওয়া কারণ এখান থেকেই নিজেকে প্রমাণ করার। আশা করি ভালো কিছু করতে পারবো।-ইত্তেপাক
৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে