মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ১২:০৭:৫৮

ইমরুল কায়েসের ঝড়ো ব্যাটিংয়ে বড় লক্ষ্যে বাংলাদেশ

ইমরুল কায়েসের ঝড়ো ব্যাটিংয়ে বড় লক্ষ্যে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল।

আগামী শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। এর আগে আজ ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে ইংলিশরা।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি একাদশের অধিনায়ক নাসির হোসেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবি একাদশের সংগ্রহ ২০.৩ ওভারে ১ উইকেটে ১১৮ রান। মাত্র ৭ রান করে ওকসের বলে বাটলারের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফিরে গেছেন ওপেনার সৌম্য সরকার। ৬০ রানে ব্যাট করছেন ইমরুল কায়েস। অপরপ্রান্তে ৩৪ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন নাজমুল হাসান শান্ত।

এই ম্যাচে চমক হিসেবে বিসিবি একাদশে ডাক পেয়েছেন কিছুদিন আগে পেসার হান্ট থেকে উঠে আসা এবাদত ও নেট বোলার মোহাম্মদ মানিক। এছাড়াও এই দলে রয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রস্তুতি ম্যাচের দল :
নাসির হোসেন (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শুভাগত হোম চৌধুরী, আল-আমিন হোসেন, নুরুল হাসান, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আলাউদ্দিন বাবু, এবাদত হোসেন ও মোহাম্মদ মানিক।
৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে