মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ১২:৫৭:১৭

৪৮ দলের বিশ্বকাপ চান ফিফার সভাপতি

৪৮ দলের বিশ্বকাপ চান ফিফার সভাপতি

স্পোর্টস ডেস্ক: ফিফা সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার আগে থেকেই ৪০ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের পক্ষে কথা বলেছেন জিয়ান্নি ইনফান্তিনো। এটা তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল। তবে নির্বাচিত হওয়ার পর এ নিয়ে চুপ থাকলেও তবে এবার ৪০ দল নয়, ৪৮ দলের বিশ্বকাপ চান ইনফান্তিনো!

শুনতে একটু বিস্ময়কর লাগতে পারে প্রস্তাবটা। ৪৮ দলের বিশ্বকাপ মানে তো ফিফা সদস্য দেশগুলোর প্রায় এক–চতুর্থাংশই বিশ্বকাপে খেলার সুযোগ পাবে! কাল কলম্বিয়ার বোগোতায় সার্জিও আরবোলেদা বিশ্ববিদ্যালয়ে ফিফার এক প্রচারণা অনুষ্ঠানে গিয়ে এ রকমই একটা প্রস্তাবের কথা বলেছেন ইনফান্তিনো। সুইস-ইতালিয়ান এই ফুটবল প্রশাসক পরে সেই ৪৮ দলের বিশ্বকাপের ফরম্যাট কেমন হতে পারে, তাও ব্যাখ্যা করেছেন। শুরুতে ৩২ দল নিয়ে গঠিত নকআউট রাউন্ডে একটি করে ম্যাচের পর ১৬টি দল বাদ পড়বে। নকআউট পর্বে জেতা ১৬ দল আগেই বাছাইকৃত অন্য ১৬টি দলের সঙ্গে যোগ দেবে। এরপর ৩২টি দল নিয়ে বর্তমান ফরম্যাটের মতো গ্রুপ পর্ব শুরু হবে। ইনফান্তিনোর যুক্তি, ‘এতে করে আমরা এখনকার মতো ৩২ দলেরই একটা স্বাভাবিক বিশ্বকাপ করতে পারব, কিন্তু উৎসবে অংশ নিতে পারবে ৪৮টি দল।’

তবে এটা যে এখনো ভাবনার পর্যায়ে আছে, সেটিও জানিয়েছেন ফিফা সভাপতি, ‘আমরা পরিকল্পনাগুলো নিয়ে এ মাসে আলোচনা করব। ২০১৭ সালের মধ্যে সবকিছু নিয়ে সিদ্ধান্ত পাওয়া যাবে।’ একটা প্রাথমিক সিদ্ধান্ত আগামী জানুয়ারির ফিফা কাউন্সিলেই হতে পারে বলে বিশ্বাস ইনফান্তিনোর।

কেন বিশ্বকাপে দল বাড়ানো উচিত বলে মনে করেন, সেটিও ব্যাখ্যা করেছেন ফিফা সভাপতি, ‘ফিফার পরিকল্পনা হচ্ছে সারা বিশ্বে ফুটবলের উন্নয়ন করা, আর ফুটবল বিশ্বকাপ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন। এটা প্রতিযোগিতার চেয়েও বড় কিছু, এটা একটা বিশাল সামাজিক আয়োজন।’-প্রথম আলো, গার্ডিয়ান।
৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে