মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ০৭:২৬:৪৬

বিফলে গেল ইমরুলের সেঞ্চুরি, মুশফিকের হাফসেঞ্চুরি

বিফলে গেল ইমরুলের সেঞ্চুরি, মুশফিকের হাফসেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক: সেঞ্চুরি এবং হাফসেঞ্চুরির দিনটা নিজের করে নিতে পারবেন না বাংলাদেশ ক্রিকেট দলের দুই ব্যাটসম্যান। মঙ্গলবার ফতুল্লায় ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অসাধারণ সেঞ্চুরি করেছেন ইমরুল এবং হাফসেঞ্চুরি করেন মুশফিক। বিসিবির একাদশের হয়ে দুই তারকা বড় রানের ইংনিস খেলেও দলকে জেতাতে পারলেন না। যেন বিফলে গেল ইমরুলের সেঞ্চুরি এবং মুশফিকের দুর্দান্ত হাফসেঞ্চুরি।

মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করে বিসিবি একাদশ। কিন্তু বোলারদের ব্যর্থতায় পরাজয়কে সঙ্গী করে নিতে হয়েছে ইমরুল বাহিনীকে।

একমাত্র প্রস্তুতি ম্যাচে জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেটের বড় জয় দিয়ে সফর শুভসূচনা করে নিয়েছে ইংলিশরা। বিসিবির দেয়া ৩১০ রানের লক্ষ্য ২৩ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে পৌঁছে যায় সফরকারীরা।

এদিন ইমরুল কায়েসের ঝড়ো শতক এবং মুশফিক ও নাসিরের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৯ রান করে বিসিবি একাদশ।
 দলের পক্ষে সর্বোচ্চ ১২১ রান করেন কায়েস। এছাড়া মুশফিক ৫১ ও নাসির ৪৬ রান করেন। ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়া ইংলিশদের সামনে ৩০৯ রান যে কিছুই না তা প্রমাণ করলেন জস বাটলার ও মঈন আলী।

তাদের শতরানের জুটিই জয়ের বন্দরে নৌঙর করে ইংল্যান্ডকে। ৩১০ রানের লক্ষ্যে খেলতে নেমে ভালোই শুরু করে ইংলিশরা। ওপেনিং জুটিতে ৭২ রান আসে। এরপর ব্যক্তিগত ২৮ রানে আউট হন জেসন রয়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশরা। ভিন্স ৪৮ রানে আউট হন। দ্রুতই ফিরে যান বেন ডাকেট ও জনি বেইস্ট্রো।
 
তাদের আউটের পর দলের হাল ধরার চেষ্টা করেন বেন স্টোকস। কিন্তু তিনিও ২৮ রান করে সাজঘরে ফেরেন। এরপর জস বাটলার ও মঈন আলীর দৃঢ়তায় ৪৬ দশমিক ১ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৩ রান তোলে ইংল্যান্ড।

বাটলার ও মঈন আলীর জুটিতে আসে ১৩৯ রান। মঈন ৭০ রান করেন। বাটলার ৮০ রানে অপরাজিত থাকেন। এই পরাজয় বাংলাদেশ দলের জন্য আগাম বার্তা। ইংল্যান্ডকে হারাতে হলে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিনটি বিভাগেই উজাড় করে দিতে হবে টাইগারদের। আগামী ৭ অক্টোবর মিরপুরে প্রথম একদিনের ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে।
০৪ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে