মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ০৭:৩৭:৫২

র‌্যাঙ্কিংয়ে এখনো দুইয়ে ভারতীয় ক্রিকেট দল! কিন্তু তার আগেই নাচা-নাচি

র‌্যাঙ্কিংয়ে এখনো দুইয়ে ভারতীয় ক্রিকেট দল! কিন্তু তার আগেই নাচা-নাচি

স্পোর্টস ডেস্ক: কলকাতা টেস্টে নিউজিল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে সিরিজ জিতেছে ভারত। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হটিয়ে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ভারত। তবে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে র‌্যাঙ্কিং তালিকায় কোনো নড়চড় হয়নি। সেখানে এখনো শীর্ষস্থানে রয়েছে পাকিস্তান।

জয়ের পর এখনো কেন পাকিস্তান এক নম্বরে? উত্তর জানিয়েছে ক্রিকবাজ। যেহেতু এখনো সিরিজ নিস্পন্ন হয়নি তাই তালিকা এখনো হালনাগাদ করেনি আইসিসি। সিরিজ শেষ হলেই শীর্ষস্থানে উঠে যাবে ভারত। কিন্তু তার আগেই আনন্দে নাচা-নাচি শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান সমর্থকদের।

গত আগস্টেই উইন্ডিজ সফরেই ভারতের শীর্ষস্থানে উঠে সুযোগ ছিল। তবে বৃষ্টির কারণে একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ভারতকে টপকে যায় পাকিস্তান। তবে এক মাসের ব্যবধানে শত্রুদেশকে দুইয়ে ঠেলে দিয়ে এক নম্বরে উঠল ভারত।

তবে আবার ভারতকে হারিয়ে শীর্ষস্থানে উঠতে পারে পাকিস্তান। সেটি সম্ভব হবে যদি টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করতে পারে পাকিস্তান।

আর যদি -নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে ভারত হেরে যায় আর পাকিস্তান যদি প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় তাহলেও শীর্ষস্থানে উঠে যাবে পাকিস্তান।
০৪ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে