মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ০৭:৪০:৩০

হেরে গেলেও আত্মবিশ্বাস বেড়েছে টাইগারদের

হেরে গেলেও আত্মবিশ্বাস বেড়েছে টাইগারদের

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচে ৪ উইকেটে হারলো বিসিবি একাদশ। তবে জাতীয় দলে উপেক্ষিত ও তরুণ খেলোয়াড়রা দেখালেন দারুণ নৈপুণ্য। ভাল খেলেও আফগানিস্তানের বিপক্ষে মাত্র এক ম্যাচে সুযোগ পাওয়া ইমরুল কায়েস তুলে নেন ঝড়ো সেঞ্চুরি। আর এক ম্যাচেও সুযোগ না পাওয়া নাসির হোসেন খেলেন ৪৬ রানের ঝকঝকে ইনিংস।

অন্যদিকে নিয়মিত দলে সুযোগ পাওয়া উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার প্রস্তুতিমূলক ম্যাচেও ব্যর্থ হন। তিনি ফেরেন ৭ রানে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গতকাল টস জিতে আগে ব্যাটে গিয়ে বিসিবি একাদশ সংগ্রহ করে ৯ উইকেটে ৩০৯ রান। জবাবে ২৩ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড একাদশ।

বড় টার্গেট সামনে নিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ইংল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। জেসন রয় ও জেমস ভিঞ্চি ৮.৩০ রানরেটে ৮.৪ ওভারে যোগ করেন ৭২ রান। এক পর্যায়ে ১৪৩ রানের মধ্যে ৪ উইকেট তুলে নেয় বিসিবি একাদশ। কিন্তু ষষ্ঠ উইকেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। ব্যাটে ঝড় তোলেন জস বাটলার ও মঈন আলী।

 ১৬.৫ ওভারে ১৩৯ রান যোগ করে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। জয় নিশ্চিত হওয়ার মাত্র এক রান আগে মঈন আলী ফেরেন ২ ছক্কা ও ৮ চারে ৫১ বলে ৭০ রানে। তবে ৪ ছক্কা ও ২ চারে ৬৪ বলে ৮০ রানে অপরাজিত থাকেন বাটলার।

এর আগে জাতীয় দলে উপেক্ষিত ইমরুল হাঁকান দুর্দান্ত সেঞ্চুরি। ইমরুল কায়েস ও সৌম্য সরকার ইনিংস উদ্বোধন করতে নামেন। যাকে একাদশে রাখা নিয়ে বিতর্ক সেই সৌম্য প্রস্তুতিমূলক ম্যাচেও হলেন চরম ব্যর্থ। ১৩ বলে মাত্র ৭ রানে ফেরেন তিনি।

কিন্তু অবিচল ইমরুল ৬ ছক্কা ও ১১ চারে ৯১ বলে খেলেন ১২১ রানের ঝকঝকে ইনিংস। কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের দলে বরাবর উপেক্ষিত আরেক খেলোয়াড় নাসির হোসেন ১ ছক্কা ও ৪ চারে ৪৫ বলে খেলেন ৪৬ রানের দুর্দান্ত ইনিংস। এছাড়া মুশফিকুর রহীম ৫৭ বলে করেন ৫১ রান।
০৪ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে