মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ০৮:২৯:৫৯

মেসি নয়, রোনালদোকে ফেভারিট বলছেন জাভি

মেসি নয়, রোনালদোকে ফেভারিট বলছেন জাভি

স্পোর্টস ডেস্ক:লিওনেল মেসির চেয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে কখনো ভাল খেলোয়াড় বলেন না জাভি হার্নান্দেজ। গত মাসেও বলেন, ‘যে ফুটবল বোঝে এবং পছন্দ করে সে কখনো মেসির চেয়ে রোনালদোকে ভাল ফুটবলার বলতে পারে না।’ কিন্তু মেসির সাবেক সতীর্থ জাভি এবার বললেন একটু ভিন্ন কথা।

এ বছর ফিফা ব্যালন ডি’অরের জন্য রোনালদোকে ফেভারিট বলে মনে করেন তিনি। ৩৬ বছর বয়সী জাভি ১৯৯৮ থেকে ২০১৫ পর্যন্ত স্পেনের ক্লাব বার্সেলোনায় খেলেন। লিওনেল মেসির দীর্ঘদিনের সতীর্থ তিনি। এখন খেলেন কাতালের ক্লাব আল সাদে। নেদারল্যান্ডসের আমস্টারডামে একটি অনুষ্ঠানে কথা বলেন তিনি।

সেখানে এবারের ব্যালন ডি’অর জয়ে মেসির চেয়ে রোনালদোকে ফেভারিট বললেন, ‘এ বছর ক্রিস্টিয়ানোর ব্যালন ডি’অর জয়ের বেশ কয়েকটি কারণ রয়েছে। সে ক্লাবের হয়ে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ের পর নিজ দেশের হয়ে জিতেছেন ইউরো কাপের শিরোপা।

এ কারণে এবারের ব্যালন ডি’অরের জন্য রোনালদোকেই আমি ফেভারিট মনে করছি। তবে পুরস্কার জয়ের লড়াইটা কঠিন হবে। কারণ, সেরা তিনে নিশ্চয় মেসি তার প্রতিপক্ষ থাকবে।’
রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো তিনবার ফিফা ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন। অন্যদিকে জাভির নাম একাধিকবার সেরা তিনে থাকলেও পুরস্কার জিততে পারেননি।
০৪ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে