মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ০৮:৪৯:১৭

সচীনকে হঠাৎ হুমকি দিতে গেলেন কেন সৌরভ? জেনে নিন প্রকৃত কারণ

সচীনকে হঠাৎ হুমকি দিতে গেলেন কেন সৌরভ? জেনে নিন প্রকৃত কারণ

স্পোর্টস ডেস্ক: সচীন টেন্ডুলকার তো ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বন্ধু। বন্ধুত্ব ভুলে বাংলার মহারাজ হঠাৎ হুমকি দিলেন কেন সচীনকে?

দীর্ঘদিন একসঙ্গে তাঁরা খেলেছেন দেশের হয়ে। ফ্র্যাঞ্চাইজির দুনিয়া তাঁদের আলাদা করে দিয়েছে। একজন সচীন টেন্ডুলকার। অন্যজন সৌরভ গঙ্গোপাধ্যায়। সচীনের ফ্র্যাঞ্চাইজি কেরল ব্লাস্টার্স। সৌরভের অ্যাটলেটিকো দ্য কলকাতা। এবারের আইপিএলের প্রথম ম্যাচে হার মেনেছে কেরল। অন্যদিকে কলকাতা ও চেন্নাইয়িনের ম্যাচটি ২-২ গোলে শেষ হয়েছে।

বুধবার এটিকে-র সামনে কেরল ব্লাস্টার্স। সচীনের দল জয়ে ফিরতে মরিয়া। কলকাতাও তাই। মলিনার হাতের তাস পস্তিগা। এই পর্তুগিজ স্ট্রাইকার নিজের দিনে যে কোনও ডিফেন্ডারের রাতের ঘুম কেড়ে নিতে পারেন। এখনও গোল করেননি ঠিকই কিন্তু যে ফর্মে রয়েছেন তাতে যে কোনওদিন গোলের রাস্তায় ফিরতেই পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে খেলা ফুটবলারটি।

সচীন তাঁর দলের ফুটবলারদের তাতিয়ে গিয়েছেন। বলেছেন, খেলাটা উপভোগ কর। ম্যাচের ফলাফল নিয়ে চিন্তা করার দরকার নেই।

এটিকে আগের ম্যাচ ভুলে সামনের দিকেই তাকাচ্ছে। লড়াইটা কেবল যে এটিকে বনাম কেরল ব্লাস্টার্স, তাই নয়। লড়াইটা তো সম্মানেরও। সচীনের সঙ্গে সৌরভের সম্মানেরও যুদ্ধ। অতীতে এই ম্যাচটার কথা ভেবে অনেকে সৌরভকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, ‘আপনার ও সৌরভের দলের খেলা হলে কে জিতবে?’ চটজলদি জবাবে সৌরভ বলেছিলেন, ‘সচীনকে কিন্তু ভুগতে হবে।’ প্রথম সংস্করণে সচীনের দলকে মাটি ধরিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল সৌরভের কলকাতা। এবার অবশ্য ফাইনাল নয়। এই লড়াইও কিন্তু সম্মানের। সৌরভের দলও ছেড়ে কথা বলবে না ‘মাস্টার ব্লাস্টার’-এর দলকে। জিতবে কে? তার উত্তর দেবে সময়।-এবেলা
৪ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে