মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ০৯:০১:৫০

ইমরুলের সেঞ্চুরি-টা অনেকদিন মনে রাখার মতো: নান্নু

ইমরুলের সেঞ্চুরি-টা অনেকদিন মনে রাখার মতো: নান্নু

স্পোর্টস ডেস্ক: ধারাবাহিকতার অভাব ইমরুল কায়েসের সবচেয়ে বড় সমস্যা। আর এই কারণে আফগানিস্তান সিরিজে প্রথম ম্যাচ খেলার পর দল থেকে বাদ পড়ে যান এই ওপেনার। প্রথম ম্যাচে একাধিক জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। ইংল্যান্ড সিরিজে অবশ্য দলে রয়েছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান তবে সেরা একাদশে জায়গা পাবেন কিনা সেটা নিশ্চিত নয়।

অবশ্য আগে থেকেই ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে ছিলেন তিনি। ফতুল্লায় আজ ৯১ বলে ১২১ রানের দারুণ একটি ইনিংস খেললেন ইমরুল। ইংল্যান্ডের বোলিং আক্রমণকে যেভাবে তুলোধুনা করে ছাড়লেন ইমরুল, তাতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই তাকে দলে রাখার পক্ষপাতী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

আজ ফুতুল্লায় ইমরুলের ইনিংস দেখার পর নান্নু বলেন, ‘আজ অসাধারণ ব্যাটিং করেছে ইমরুল। সত্যি বলতে অনেকদিন মনে রাখার মতো একটি ইনিংস খেলেছে সে। প্রস্তুতি ম্যাচে এমন ভালো ইনিংস খেলায় আমি আশা করছি ৭ তারিখের প্রথম ওয়ানডেতে সে মূল একাদশে থাকবে।’

প্রধান নির্বাচক আশা প্রকাশ করেন এই ইনিংসটি সিরিজের বাকি ম্যাচগুলোতে ভালো করার ক্ষেত্রে ইমরুলকে অনুপ্রেরণা যোগাবে।’

ইমরুলের সেঞ্চুরির দিন অর্ধশতক করেছেন মুশফিকুর রহিম। মুশি ৫১ রানের অনবদ্য ইনিংসেরও প্রশংসা করেন নান্নু। ‘মুশফিক আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। এর ভালো খেলাটা দলের জন্য ভালো। প্রস্তুতি ম্যাচ খেলায় ওর জন্য ভালো হয়েছে। প্রথম থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হচ্ছিলো ব্যাটিং দেখে।’
০৪ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে