মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ০৯:১৬:২৯

বাতিল হচ্ছে না ভারত-নিউজিল্যান্ড সিরিজ

বাতিল হচ্ছে না ভারত-নিউজিল্যান্ড সিরিজ

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের ব্যাংক হিসাব আটকে দেওয়ার নির্দেশ দিয়েছে লোধা কমিশন। মহারাষ্ট্র ও ইয়েস ব্যাংকে লোধা কমিশনের পক্ষ থেকে চিঠি দিয়ে বিসিসিআই’র ব্যাংক হিসাব বন্ধের নির্দেশ দেয়া হয়। আর এতেই অচলাবস্থা দেখা দিয়েছে ভারত-নিউজিল্যান্ডের সিরিজ নিয়ে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি অনরাগ ঠাকুর জানিয়েছে, অর্থ তুলতে না পারলে নিউজিল্যান্ড সিরিজ চালানো তার পক্ষে সম্ভব নয়।

তিনি বলেন, ‘সিরিজ স্থগিত করতে হবে কিনা সেটা নিয়ে এখন কিছু বলবো না তবে অর্থ না পেলে সিরিজের যাতীয় বিষয় কিভাবে চলবে? আর এটা এমন এক সময়ে ঘটলো যখন ক্রিকেটে উত্তোরোত্তর উন্নতি করে চলছি আমরা। টেস্টে এক নম্বর, টি২০ আর ওয়ানডেতে দুই ও তিন নম্বরে রয়েছি আমরা। আমরা আইপিএলের মতো সফল টুর্নামেন্টের আয়োজন করে থাকি। অর্থ ছাড়া এসব করা সম্ভব হবে না।’

তবে লোধা কমিশনের প্রধান বিচারপতি লোধা জানিয়েছেন, ‘আমরা পরিস্কারভাবে জানিয়ে দিয়েছি, কেবল বড় অঙ্কের অর্থ তোলার ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা জারি থাকবে। বাকি দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করার জন্য প্রয়োজনীয় অর্থ অবশ্যই ব্যাংক থেকে উত্তোলন করা যাবে।

নিউজিল্যান্ড সিরিজ পরিচালনার অর্থ যেহেতু তোলা যাবে তাই বন্ধ হচ্ছে না ভারত-নিউজিল্যান্ড সিরিজ। এদিকে তুতীয় ও শেষ টেস্ট খেলার জন্য আগামীকাল বুধবার ইন্দোরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে নিউজিল্যান্ড দল।

কিউই দলটির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, ‘সিরিজ বন্ধের কোনো নির্দেশনা আমরা বিসিসিআই থেকে পাইনি। তাই আগামীকাল ইন্দোরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা।’
০৪ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে