মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ০৯:২৮:৩১

মোসাদ্দেককে উপভোগের মন্ত্র দিয়েছিলেন হাথুরুসিংহে

মোসাদ্দেককে উপভোগের মন্ত্র দিয়েছিলেন হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে অভিষেকে মোসাদ্দেক হোসেনকে পারফরম্যান্স নিয়ে চিন্তা না করার পরামর্শ দিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ কোচ তরুণ অলরাউন্ডারের কানে জপে দিয়েছিলেন উপভোগের মন্ত্র।

সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়ানডে অভিষেক হয় মোসাদ্দেকের। তরুণ এই ব্যাটসম্যান যখন ক্রিজে এলেন তখন মহাবিপদে বাংলাদেশ, ১৩৮ রানেই নেই ৫ উইকেট। তাকে একপাশে রেখে তখন ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন সাব্বির রহমানও।

সেখান থেকে দলকে অনেকটা একাই টেনেছেন মোসাদ্দেক। তার অপরাজিত ৪৫ রানের সুবাদে বাংলাদেশ পায় ২০৮ রানের সম্মানজনক স্কোর। পরে বল হাতেও দারুণ করেছেন ডানহাতি এই অফ স্পিনার। নিজের প্রথম বলেই নিয়েছেন উইকেট। তিন ফরম্যাটের কোনোটাতেই ক্যারিয়ারের প্রথম বলে উইকেট পাওয়ার কীর্তি নেই বাংলাদেশের আর কারও। ম্যাচে ১০ ওভারে ৩০ রান দিয়ে একটি মেডেনসহ নেন ২ উইকেট।

সোমবার মিরপুরে সাংবাদিকদের মোসাদ্দেক শোনালেন ওয়ানডে অভিষেক ম্যাচে মাঠে নামার আগের গল্প, ‘আসলে অভিষেক ম্যাচের আগে কোচ আমাকে বলে দিয়েছিলেন যে “প্রথম ম্যাচ, পারফরম্যান্স নিয়ে চিন্তা করো না। তোমার স্বাভাবিক খেলাটা খেলো, উপভোগ করো। আবাহনীতে যেভাবে খেলেছো, সেভাবেই খেলার চেষ্টা করো। এখানে তোমার পরফরম্যান্স গুরুত্বপূর্ণ নয়, আজকের ম্যাচটা উপভোগ করো”। আমিও উপভোগ করার চেষ্টা করেছি।’

ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সই মোসাদ্দেককে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মবিশ্বাসের রসদ যুগিয়েছে, ‘আসলে প্রিমিয়ার লিগ শেষ করার পর থেকেই আমার মনে হচ্ছিল আমি আত্মবিশ্বাসী। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত আছি। এটা খুব ভালো হয়েছে যে আফগানিস্তানের সঙ্গে সুযোগ পেয়েছি। এবং শুরুটা ভালো হয়েছে বলে আন্তর্জাতিক ম্যাচের জন্য আত্মবিশ্বাস আগের চেয়ে বেড়েছে।’

আফগান সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দলেও সুযোগ পেয়েছেন মোসাদ্দেক। ইংলিশদের বিপক্ষে খেলার জন্য মানসিক প্রস্তুতিও শুরু করে দিয়েছেন বলে জানালেন তরুণ অলরাউন্ডার, ‘ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য মানসিক প্রস্তুতি আমি আজকে থেকে শুরু করেছি যে, কীভাবে খেলব না খেলব, কী করব না করব। আজকে থেকে প্রস্তুতি নিচ্ছি। এখনই বলতে পারছি না। খেলার আগের দিন আমি ঠিক করব যে কীভাবে কী করব।-রাইজিংবিডি
০৪ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে