মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ১১:৩৪:৩২

টাইগারদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় পেয়ে আনন্দিত ইংলিশরা

টাইগারদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় পেয়ে আনন্দিত ইংলিশরা

স্পোর্টস ডেস্ক: সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে ৪ উইকেটের জয়ে আনন্দিত ইংল্যান্ড ব্যাটসম্যান ক্রিস ওকস। জয় শুধু নয়, অপরিচিত কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াকেও তিনি দেখছেন প্রাপ্তি হিসেবে।

ফতুল্লা স্টেডিয়ামে ম্যাচ শেষে ওকসের কণ্ঠে ছিল প্রশান্তি, ‘কন্ডিশনটা আমাদের খুবই অপরিচিত, আমরা এই কন্ডিশনে খেলতে অভ্যস্ত নই। ঢাকায় এসেছি কয়েকদিন হলো, তাই এই ম্যাচটি জেতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ৩০০ রান তাড়া করে এই কন্ডিশনে ম্যাচ জেতাটা আমাদের জন্য এক সুখকর অভিজ্ঞতা।’

ইনিংসের শুরু প্রসঙ্গে ওকস বলেছেন, ‘এখানে নতুন বল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বল লাইন এবং লেংথে একটু ওলটপালট হলেই ব্যাটসম্যানেরা মারবে, আবার বোলাররা যদি তাদের কাজ ঠিক মতো করতে পারে তবে উইকেট পাবে। আমাদের বোলাররা সবাই ম্যাচে কমবেশি অবদান রেখেছে।’

এত কিছুর পরেও প্রচন্ড গরম কষ্টই দিয়েছে ইংরেজদের, ‘এখানে অনেক গরম, দিনের খেলাটা আমাদের জন্য যথেষ্ট ঘাম ঝরানো অভিজ্ঞতা। তবু আমরা এটি উতরে গেছি, যদিও কারও কারও মাংসপেশীতে টান পড়েছে। এখানে আমরা এসেছি বেশি দিন হয়নি। ধীরে ধীরে মানিয়ে নিবো কন্ডিশনের সঙ্গে। তবে আজ ৫০ ওভার আমরা যেভাবে খেলেছি তাতে আমরা সন্তুষ্ট।’ সঙ্গে যোগ করলেন, ‘সিরিজের ম্যাচগুলো হবে দিবা-রাত্রির, তাই সে সময় এত গরম হবে না আশা করি। আমাদের কাজ হলো যত দ্রুত সম্ভব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া, আর আজ আমরা সেপথে বহুদূর এগিয়েছি।’

আগামী ম্যাচের দল নিয়ে কথা উঠতেই ওকস উত্তর দিলেন ঘুরিয়ে, ‘দল নির্বাচন নিয়ে কথা বলার সময় এখন নয়। আমাদের স্কোয়াডটা বড়ই, আছে বেশ কয়েকজন স্পিনার, তারা দলের ভারসাম্যে অনেক অবদান রাখবে। যে দলটি খেলেছে তারা খুবই ভালো খেলেছে, আর স্বাভাবিকভাবে নিজেদের দাবি জোরালো করেছে।’

নিরাপত্তা নিয়ে বলতে গিয়ে ওকস বলেছেন, ‘নিরাপত্তার ব্যাপারটি উপমহাদেশে সফরের সময় সব সময়ই আলোচনায় আসে। আমরা বিশ্বের অন্য জায়গাও গিয়েছি, আর সেখানেও একই অবস্থা দেখেছি। আমরা মনে করি বাংলাদেশ আমাদের জন্য যে নিরপাত্তা ব্যবস্থা নিয়েছে, তা খুবই উঁচু মানের এবং আমরা ক্রিকেট মনোযোগ দিতে পারছি, যা সব দিক থেকেই ভালো।’
০৪ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে