মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ১১:৫২:৩৭

মাশরাফির প্রশংসায় বিশ্ব গণমাধ্যমে

মাশরাফির প্রশংসায় বিশ্ব গণমাধ্যমে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যে জনপ্রিয়তার কত শীর্ষে তা প্রমাণিত হয়েছে। সেইসঙ্গে তার উদারতা ও মহানুভবতা যে কত উপরে তাও দেখেছে বিশ্ব।

শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রমাণিত হয় তার জনপ্রিয়তা। ম্যাচ চলাকালীন এক দর্শক মাঠে ঢুকে মাশরাফিকে জড়িয়ে ধরে বলেন, ‘আমি আপনার ভক্ত।

এই ঘটনার জন্য সেই দর্শককে থানায় পর্যন্ত যেতে হয়েছে। এর আগে এই ভক্তের যেন ক্ষতি না হয়, ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক অনুরোধও করেছিলেন।

আর এ জন্য আন্তর্জাতিক গণমাধ্যম মাশরাফির এই অনন্য আচরণের প্রশংসা করেছে। ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মাঠে ডুকে পড়া সেই দর্শককে নিরাপত্তাকর্মীরা যখন তার জামার কলার ধরে টেনে মাঠ থেকে বের করার চেষ্টা করছিলেন, তখন মাশরাফি তাকে জড়িয়ে ধরে রাখেন।

পরিস্থিতি শান্ত করারও চেষ্টা করেন। শুধু তাই নয়, সংবাদ সম্মেলনে তিনি ওই ভক্তের সঙ্গে যেন খারাপ আচরণ বা তার কোন সমস্যা না হয় তার জন্যও অনুরোধ করেন। আর এতেই আন্তর্জাতিক গণমাধ্যমে তার প্রশংসা শুরু হয়।
০৪ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে