বুধবার, ০৫ অক্টোবর, ২০১৬, ১২:৫২:৪৫

৪৮ দলের বিশ্বকাপ আয়োজনের ভাবনা ফিফা’র

৪৮ দলের বিশ্বকাপ আয়োজনের ভাবনা ফিফা’র

স্পোর্টস ডেস্ক: তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই ফিফা যেন নতুন করে ভাবতে শিখেছে। ২০২৬ বিশ্বকাপ ৪৮টি দলকে নিয়ে করার কথা ভাবছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। জিয়ান্নি ইনফান্তিনো সেরকমই জানালেন। সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানা যায়।

তাঁর দাবি, প্রথম রাউন্ডের পরই পরাজিত ষোলো দলকে বাড়ি ফিরে যেতে হবে৷ কিন্তু বেশি সংখ্যক দেশকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করতেই এই উদ্যোগ বলে জানালেন ফিফা সভাপতি। একটি অনু্ষ্ঠানে গিয়ে ইনফান্তিনো বলছিলেন, “প্রথমদিকে চল্লিশ দল নিয়ে বিশ্বকাপ করার কথা ভেবেছিলাম। তাতে অবশ্য হিসাব মেলানো যাচ্ছিল না।

৪৮টি দল খেললে টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে আমাদের সুবিধা হবে৷ তবে এই প্রক্রিয়া এখনই শুরু করা সম্ভব নয়। ফুটবল খেলিয়ে দেশগুলির সঙ্গে আলোচনায় বসতে হবে।” ৩২টি দলের মধ্যে ম্যাচ হয় ৬৪টি। ৪৮টি দল খেললে বিশ্বকাপে ম্যাচ সংখ্যা দাঁড়াবে ৮০।

০৫ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে