বুধবার, ০৫ অক্টোবর, ২০১৬, ০৮:৪৬:৫৩

২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ!

২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক : ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করা অনেকটাই নিশ্চিত হচ্ছে বাংলাদেশের। সামনে ইংল্যান্ড সিরিজ বাদ দিয়েও ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাকি সব সিরিজে হারলেও এই সম্ভাবনা অনেকটাই বজায় থাকে।

আইসিসির বর্তমান নিয়মে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বরে প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ আট দল ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। বাছাইপর্ব খেলে নিশ্চিত হবে বাকি দুইটি দল। আইসিসির ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ৬ নম্বরে।

আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। এরপর আগামী বছরে শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা আছে। আয়ারল্যান্ডে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে তিন জাতি সিরিজ খেলাও হবে আগামী বছরের মে মাসে। এরপর ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি।
 
এই বিষয়ে বিসিবির এক কর্মকর্তা জানান, আইসিসি থেকে আভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশ যদি ইংল্যান্ড সিরিজ সহ সামনের সব সিরিজে হারেও এবং বাংলাদেশের পেছনে থাকা দলগুলো তাদের বর্তমান এফটিপি অনুযায়ী ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সব ম্যাচ জিতে, তবুও বাংলাদেশ র‍্যাংকিয়ে আটে থাকবে এটা নিশ্চিত। তাহলে আর বাছাই পর্ব না খেলেই সরাসরি অংশগ্রহণের সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

তবে আরেকটি আভাস পাওয়া যাচ্ছে, বাংলাদেশের পেছনে থাকা দলগুলো যদি তাদের র‌্যাঙ্কিং বাড়ানোর জন্য বর্তমান এফটিপির বাইরে আবার নতুন কোনো সিরিজ খেলে,তাহলে আইসিসির এই চলমান প্রক্রিয়াও সামান্য পরিবর্তন আসার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে বাংলাদেশের সরাসরি খেলার সম্ভাবনাও হয়তো পরিবর্তন হতে পারে।-বিডি ক্রিকটিম
৫ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে