বুধবার, ০৫ অক্টোবর, ২০১৬, ০৯:০৮:৪০

নামাজ পড়ার পর যে কথাটা মনে করে ভয় পেয়েছিলেন মাশরাফি

নামাজ পড়ার পর যে কথাটা মনে করে ভয় পেয়েছিলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: আজ মাশরাফির জন্মদিন। ১৯৮৩ সালের এই দিনে নড়াইলে জন্মগ্রহন করেন জাতীয় দলের এই তারকা খেলোয়াড়। জাতীয় দলের এই অধিনায়কের এক অদ্ভুত স্বভাব হচ্ছে হুটহাট যে কোন সিদ্ধান্ত নেওয়া। খেলার মাঝে হঠাৎই সিদ্ধান্ত পরিবর্তন। এমনকি আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচের পর বললেন, ম্যাচের আগে থেকেই মনে হচ্ছিলো ইনজুরিতে পড়বেন। মুমিনুলকে বলেন দলের লক্ষ্মী, ও স্কোয়াডে থাকলেই নাকি দল জেতে। এই হোটেল দলের জন্য বেশি পয়া, এসব ভাবেন। মাঠে আচমকা কাউকে হুট করে বোলিংয়ে আনা। এককথা হুটহাট সিদ্ধান্ত।

এসবের কারণ হিসেবে দেশের প্রথম সারির একটি অনলাইন নিউজ পোর্টালকে মাশরাফি বলেন, এটা আমার হুটহটাই চলে আসে। এবারের ইনজুরিরটা যেমন, আগের রাতে নামাজ পড়ে বের হয়েছি। হুট করেই মনে হলো, “আজকে প্র্যাকটিসে ওই জিনিসটা ঠিকঠাক করতে পারিনি, ইনজুরিতে পড়ব না তো!” রাতে ঘুমানোর আগে আবার মনে হয়েছে। সকালে আবার মনে হয়েছে। কোনো কারণ ছাড়াই। ম্যাচে গিয়ে ঠিকই হয়ে গেল!

মাঠের সিদ্ধান্তে ক্রিকেটীয় ভাবনাই বেশি থাকে। তার পরও হুটহাট কিছু মনে আসলে করে ফেলি, মনে হয় কাজে দেবে। অনেক সময় হয়ে যায়।

এই ব্যাপারটা আমার মায়েরও আছে। আমার সব ইনজুরির সময় আগে থেকেই আমাকে সাবধান করেছিলেন আম্মা। সকালেই বলতেন, ‘আজকে সাবধানে খেলো’। আমি সতর্ক থাকি। তবু হয়ে যায়।

ড্রেসিং রুমেও আমি হুটহাট অনেক সময় পাশের জনকে বলেছি, এবার মনে হয় আউট হয়ে যাবে। দেখা যায় হয়ে গেছে। এসব আমার হুট করে চলে আসে। জানি না ঠিক কিভাবে, কোত্থেকে আসে।

আমার অবসরটাও হবে হুট করে। একদিন ইচ্ছে হবে, ছেড়ে দেব। বলে কয়ে কিছু হবে না, নিশ্চিত থাকতে পারেন।
৫ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে