বুধবার, ০৫ অক্টোবর, ২০১৬, ০৯:৩৯:১৩

ছেলেবেলায় এক শিক্ষকের সঙ্গে অন্যায়ের পর মাশরাফিকে যা বলেছিলেন তিনি

ছেলেবেলায় এক শিক্ষকের সঙ্গে অন্যায়ের পর মাশরাফিকে যা বলেছিলেন তিনি

স্পোর্টস ডেস্ক: আজ মাশরাফির জন্মদিন। ১৯৮৩ সালের এই দিনে নড়াইলে জন্মগ্রহন করেন জাতীয় দলের এই তারকা খেলোয়াড়। মাশরাফির সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি সহজেই সবার সঙ্গে মিশে যেতে পারেন। ছোট বড় সবাইকে আপন করে নিতে পারেন। তার ভালোবাসার গুণেই বিসিবির ড্রেসিং রুম হয়ে উঠেছে ফুলের বাগান।

তবে ছোটবেলায় মাশরাফি একবার এক শিক্ষকের সঙ্গ অন্যায় করে ফেলেছিলেন। অন্যায়ের পর সেই শিক্ষত তাকে কিছু কথা বলেছেছিলেন। আর সেই কথা দেশের প্রথম সারির একটি অনলাইন নিউজ পোর্টালের সঙ্গে শেয়ার করেছেন মাশরাফি।

বলেছেন, কোনো ভাবেই দেখি না। কারণ আমি এসব নিয়ে ভাবিই না। আমি অতটা শিক্ষিত নই, তবে একটা ব্যাপার সব সময় মানার চেষ্টা করি। ছেলেবেলায় একবার এক শিক্ষকের সঙ্গে অন্যায় করে ফেলেছিলাম। স্যার তখন বলেছিলেন, ‘আমি তোমাকে ভালো জানি, আমার কাছে খারাপ হয়ো না। ভালো হতে সময় লাগে, খারাপ হতে সময় লাগে না।” এটা আজীবনের জন্য আমার মাথায় গেঁথে গেছে। যাদের কাছে আমি ভালো, তাদের কাছে অন্তত খারাপ হতে চাই না।
৫ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে