বুধবার, ০৫ অক্টোবর, ২০১৬, ০৯:৫৫:৩৫

যে ইনিংসটার জন্য আফ্রিদির ডাক নাম 'বুম বুম'

যে ইনিংসটার জন্য আফ্রিদির ডাক নাম 'বুম বুম'

স্পোর্টস ডেস্ক:  পাকিস্তানের তারকা খেলোয়াড় শহীদ খান আফ্রিদি মানেই দুমদাড়াক্কা চার-ছয়ের মার, মাঠে চরম উত্তেজনা। আর গ্যালারিতে হাত তালির পোয়ারা। আফ্রিদি এখন বয়স কিংবা দীর্ঘদিন খেলার কারনে নিস্তেজ হয়ে পড়লেও এক সময় শুধু তার খেলা দেখার জন্যই মাঠে আসতেন দর্শক।

আসলে এসব কিছু বদলেরই একটা বিশেষ সময় থাকে। এই যে আজকের ক্রিকেটে এত আক্রমণ, এত দুমদাড়াক্কা মার, তারও তো একটা টার্নিং পয়েন্ট আছে। অনেকেই বলেন, ৪ অক্টোবর,১৯৯৬ দিনটাকে। ওয়ানডে ক্রিকেটে এটা নাকি একটা বড় টার্নিং পয়েন্ট ডে। আজ থেকে ঠিক ২০ বছর আগে, আজকের দিনেই।

জায়গাটা কেনিয়ার নাইরোবি। ম্যাচটা চার দেশীয় আন্তর্জাতিক সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচ। মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা। আর এই ম্যাচেই পাকিস্তানের শাহিদ আফ্রিদি খেললেন ঝড়ো ইনিংস। সে সময় যে ইনিংস অনেকেই কল্পনা করতে পারতেন না। সেটাই ছিল ব্যাট হাতে নামা আফ্রিদির প্রথম আন্তর্জাতিক ম্যাচ। আফ্রিদি ৩৭ বলে সেঞ্চুরি করলেন। আফ্রিদির বয়স তখন ১৬। মারেন ১১টা ওভার বাউন্ডারি। আজ থেকে কুড়ি বছর আগের ওয়ানডে ক্রিকেটে যেটা চোখ কপালে তোলার মত ব্যাপার। তারপর থেকেই আফ্রিদির নাম হয় বুমবুম আফ্রিদি।
৫ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে