বুধবার, ০৫ অক্টোবর, ২০১৬, ১০:৪৭:৩৬

দুই টেস্ট মিলিয়ে ২৫ এলবিডব্লিউ, ডিআরএস নিয়ে সরব লাথাম’রা

দুই টেস্ট মিলিয়ে ২৫ এলবিডব্লিউ, ডিআরএস নিয়ে সরব লাথাম’রা

স্পোর্টস ডেস্ক: ভবিষ্যতে ডিআরএস প্রযুক্তি ব্যবহারে সায় দেবে ভারতও। এমনটাই দেখতে চান নিউজিল্যান্ড দলের কোচ মাইক হেসন। তিনি বলেছেন, ‘‘ভারতে ক্রিকেট নিয়ে যে উন্মাদনা তৈরি হয়, তা অভাবনীয়। কিন্তু সেই উত্তেজনা যদি বিতর্কিত সিদ্ধান্তের কারণে ব্যাহত নয়, সেটা কারো কাছে কাঙ্ক্ষিত নয়। তাই আমি মনে করি, ভারতীয় দলেরও ডিআরএস প্রযুক্তি ব্যবহার করার পক্ষে সম্মতি দেওয়া উচিত।’’

কলকাতা টেস্ট শুরুর আগেই ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছিলেন, ডিআরএস প্রযুক্তি নিয়ে তাঁরাও ভাবনাচিন্তা শুরু করেছেন। কোহলির মন্তব্য ছিল, ‘‘আমরা ডিআরএস প্রযুক্তি ব্যবহার নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছি। হয়তো ভবিষ্যতে তা ব্যবহারও করতে পারি।’’

সোমবার কোহলির বক্তব্যে সম্মতি জানিয়ে বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরও জানিয়েছিলেন, তাঁদের তরফে কোনো আপত্তি নেই। কিউয়ি কোচ হেসন বলেছেন, ‘‘ডিআরএস ছাড়়া খেলতে নেমে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অনেক রকম অভিযোগ হয়তো করা যেতে পারে। কিন্তু সেটা ক্রিকেটের পক্ষে ভাল নয়।’’

কানপুর এবং ইডেন টেস্ট মিলিয়ে মোট ২৫টি এলবিডব্লিউ আউটের ঘটনা ঘটেছে। তার মধ্যে ১৮টি সিদ্ধান্ত গিয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সঙ্গত কারণেই খুশি নন কোচ হেসন। তিনি বলেছেন, ‘‘মাঠে কিন্তু দু’টি দলই নিজেদের সেরা ক্রিকেট উপহার দেওয়ার চেষ্টা করে। সেখানে অন্যায়ভাবে কেউ আউট হলে দর্শকরাও তাঁকে ন্যায্য বলে মনে করেন না। তা থেকে তাঁদের মধ্যেও বিরক্তি এবং রাগ তৈরি হয় যা ক্রিকেটের পক্ষে ভাল নয়। তাই আমি মনে করি, ডিআরএস সকলের পক্ষেই ভাল।’’

শুধু হেসনই নন। নিউজিল্যান্ড শিবিরও মনে করছে, একগুঁয়েমি ছেড়ে ভারতও সম্মতি জানাক ডিআরএস প্রযুক্তি ব্যবহারে। ওপেনার টম লাথাম যেমন বলেছেন, ‘‘আমরা এই প্রযুক্তি ব্যবহার করে উপকার পেয়েছি। ভারতের বিরুদ্ধে এই সফরে সেই প্রযুক্তির সাহায্য নেওয়া হলে বোধহয় ভালই হতো।’’-এবেলা
৫ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে