বুধবার, ০৫ অক্টোবর, ২০১৬, ১২:০১:০৬

বিসিবিতে সাংবাদিকের গায় হাত তুললেন সাবেক ক্রিকেটার

বিসিবিতে সাংবাদিকের গায় হাত তুললেন সাবেক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : বিসিবিতে সাংবাদিকের গায় হাত তুললেন এক সাবেক ক্রিকেটার। এই সাবেক ক্রিকেটার এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা সমন্বয়কারী।

এই দায়িত্ব থেকে সাবেক পেসার মোহাম্মদ আলীর পদত্যাগ চেয়ে বিবৃতি দিয়েছে ক্রীড়া সাংবাদিকদের তিনটি সংগঠন। গতকাল বিসিবি একাদশ এবং ইংল্যান্ড দলের প্রস্তুতি ম্যাচের সংবাদ সংগ্রহ করতে গেলে ইংরেজি দৈনিক দ্য নিউজের ক্রীড়া সাংবাদিক আতিফ জামানের শরীরে হাত তোলেন সাবেক পেসার আলী।

বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সংবাদ সম্মেলনের পর সিনিয়র সাংবাদিক আতিফের কলার ধরে টেনে নিয়ে যান আলী। আতিফ বিসিবির চিত্রগ্রাহককে জোরে হাঁক দিয়ে ছবি তুলতে বলায় আলী আতিফের কলার ধরেন বলে দাবি করছেন। তবে মূল কাহিনী অন্য জায়গায়।

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মেহেদি নামের এক ভক্ত মাঠে ঢুকে পড়লে বিসিবির নিরাপত্তা কর্মকর্তাদের সমালোচনা করেন সাংবাদিকরা। সেখানে অবধারিতভাবে নাম চলে আসে দীর্ঘদেহী মোহাম্মদ আলীর।

আতিফ জামান তার পত্রিকায় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। সেখানে আলীকে ধুয়ে দেন আতিফ। নিরাপত্তা বিষয়ক কোনো অভিজ্ঞতা কিংবা প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও কীভাবে সাবেক এই ক্রিকেটার নিরাপত্তা সমন্বয়কারীর দায়িত্ব পেলেন তা নিয়ে ওই প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়।
৫ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে