বুধবার, ০৫ অক্টোবর, ২০১৬, ১২:৩৫:৫৪

দেশের জন্য যত দিন খেলব সর্বোচ্চটা উজাড় করে দেব: মাশরাফি

দেশের জন্য যত দিন খেলব সর্বোচ্চটা উজাড় করে দেব: মাশরাফি

স্পোর্টস ডেস্ক: এ পর্যন্ত হাঁটু ও পায়ের অ্যাঙ্কল  মিলিয়ে ক্যারিয়ারে ১০ বারের মতো সার্জনের ছুরির নিচে যেতে হয়েছে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। মূলত দেশ ও দশের কথা ভেবে বার বারই ফিরে এসেছেন ক্রিকেট মাঠে। হাতে নিয়েছে ব্যাট-বল আর প্যাড।

আজ সেই মহান ব্যক্তির ৩৪তম জন্মদিন। এই দিনে বাংলাদেশ দলপতি জানালেন, দেশের জার্সিতে যত দিন খেলবেন, নিজের সর্বোচ্চটাই উজাড় করে দেবেন। মিডিয়াকে তিনি বলেন, ‘আমার ৩৩ হয়ে গেল। আর চাওয়ার কি আছে? প্রথমবার বাবা হলাম যখন, হুমায়রা এলো পৃথিবীতে, আমার তখন ২৮ বছর। তখনই প্রথম অনুভব করতে পেরেছি, আমার আর কি-ই বা আছে!  দেশের জন্য খেলছি, যত দিন খেলব সর্বোচ্চটা উজাড় করে দেব। তবে আমার পরিবার, পরের প্রজন্ম যেন ভালোভাবে চলতে পারে, সেটা বড় ভাবনা।’

তিনি আরো যোগ করেন, ‘তার মানে এই না যে ওদের জন্য অনেক সম্পদ, অর্থ রেখে যেতে হবে। মূল ব্যাপার হলো, ওরা যেন মূল্যবোধ নিয়ে বাঁচতে পারে। আমি চাই, ওরা ভালো জীবন কাটাক; অন্যায়ে যেন না জড়ায় কখনো। আর্থিক কষ্টে থাকলেও যেন সম্মান নিয়ে ঠিকভাবে থাকতে পারে, মাথা উঁচু করে থাকতে পারে।’
৫ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে