স্পোর্টস ডেস্ক: ব্রাজিল বিশ্বকাপে ফুটবল দুনিয়া দেখেছে কলম্বিয়ার হয়ে হামেস রদ্রিগেজের পায়ের জাদু। একজন খেলোয়াড়ের যে ক’টি বৈশিষ্ট্যের অধিকারী হওয়া অতি জুরুরি এবং যে ক’টি গুনাবলীর জন্য তাকে সেরাদের কাতারে দাঁড় করানো যায় সব ক’টি বিদ্যমান এ কলম্বিয়ান তারকার মাঝে। কিন্তু, তার বক্তদের জন্য একটি দুঃখের খবর হলো এ খেলোয়াড় ইনজুরির কারণে লা লিগার শনিবারের খেলায় রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামতে পারবে না।
বুধবার পেরুর বিপক্ষে কলম্বিয়ার প্রীতি ম্যাচে হাঁটুতে চোট পান ২৪ বছর বয়সি রদ্রিগেজ। ওই ম্যাচে ১-১ গোলে ড্র করে কলম্বিয়া। আঘাত পওয়ায় খেলার ৫৯ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হোন তিনি।
ম্যাচের পর তার হাঁটুতে এক্স-রে করা হয়। তবে গুরুতর কিছু হয়নি বলে নিশ্চিত করেন কলম্বিয়ার টিম ডাক্তার কার্লোস উলোয়া। তার মতে, হাঁটুতে আঘাত পেলেও রদ্রিগেজের ইনজুরি অতটা মারাত্মক নয়।’
রিয়ালের হয়ে সর্বশেষ ম্যাচে জোড়া গোল করেন রদ্রিগেজ।
১০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর/রাজু