বুধবার, ০৫ অক্টোবর, ২০১৬, ১২:৫৩:৪৬

‘এভাবে জন্মদিন পালন না করে তোমরা নফল নামাজ পড়তে পার’

‘এভাবে জন্মদিন পালন না করে তোমরা নফল নামাজ পড়তে পার’

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অনেক কিছুই আদর্শ স্বরুপ।

মাশরাফি তার জন্মদিন নিয়ে মিডিয়ার মুখোমুখি হন। এখানে মাশরাফি বলেন, ‘আমি নানা বাড়িতে বড় হয়েছি। আমার প্রথম জন্মদিনটা আমার মা পালন করেছিলেন। নানা শুধু দেখেছেন।

আর সে অনুষ্ঠান শেষ হওয়ার পর নানা ডেকে মাকে বললেন, ‘ধরো তোমার ছেলে যদি ৭০ বছর বাঁচে, তাহলে ওর বয়স কমছে না বাড়ছে?’। মা মাথা নীচু করে বললেন, ‘কমছে।’ নানা তখন বললেন, ‘তাহলে এভাবে জন্মদিন পালন না করে তোমরা  গরীব-দু:খীদের খাওয়াতে পারো, নফল নামাজ পড়তে পারো।’

জাতীয় দলের এই অধিনায়ক জানান, তখন থেকেই পরিবারে কেউ এভাবে (কেক কেটে) জন্মদিন পালন করছেন না। নানার কথাতেই জন্মদিন পালন না করার ভাবনাটা আকড়ে ধরেছেন তার মা।

মাশরাফির আরও বলেন, আম্মা হয়তো তারপর সেটাই আঁকড়ে আছেন। আমার বোধ হওয়ার পর দেখিনি আমার পরিবারে কারো জন্মদিন উৎসব করে পালন করা হয়েছে।

উইশ করা বা এ ধরনের কিছু তো হয়ই। তবে পালন করা হয় না। আমিও ছেলেমেয়েদের জন্মদিনে কেক কাটি না বা পালন করি না। হয়তো ঘুরতে যাই ওদের নিয়ে বা একসঙ্গে সময় কাটাই। তিনি বলেন, জন্মদিন পালন করা আর না করা সবার নিজস্ব ব্যাপার।  
৫ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে