বুধবার, ০৫ অক্টোবর, ২০১৬, ০১:০৯:০২

বাংলাদেশের যে ৪ ক্রিকেটারকে ইংল্যান্ডের বড় ভয়, ব্রিটিশ গণমাধ্যমে তোলপাড়

বাংলাদেশের যে ৪ ক্রিকেটারকে ইংল্যান্ডের বড় ভয়, ব্রিটিশ গণমাধ্যমে তোলপাড়

স্পোর্টস ডেস্ক : শুরু হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। এই সিরিজের সংবাদ গুরুত্বসহকারে আসছে ব্রিটিশ গণমাধ্যমগুলোতে। সিরিজ নিয়ে নানা হিসাব-নিকাশও শুরু করে দিয়েছে তারা।

ব্রিটিশ মিডিয়া স্কাই স্পোর্টসের দাবি, বাংলাদেশের বিপক্ষে সিরিজটা ইংলিশদের জন্য সহজ হবে না। বাংলাদেশ দেশের মাটিতে সর্বশেষ ছয়টি সিরিজের সবগুলোতেই জিতেছে।

ভারত, দক্ষিণ আফ্রিকা আর পাকিস্তানের মতো দলগুলোকে নিজেদের মাটিতে বধ করার পাশাপাশি  অ্যাডিলেডে ২০১৫ সালে বিশ্বকাপে এই ইংলিশদের হারিয়েই মাশরাফি বিন মুর্তজার দল পেয়েছিল কোয়ার্টার ফাইনালের টিকেট।

শেষ চারবারের মোকাবেলায় তিনবারই জিতেছে বাংলাদেশ। এসব দিক থেকে বাংলাদেশকে এগিয়ে রাখছে ব্রিটিশ মিডিয়া।

স্কাই স্পোর্টস বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান ছাড়াও আলাদা করে বলছে আরও তিন ক্রিকেটারের কথা। তারা হলেন – তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ। এ নিয়ে ব্রিটিশ গণমাধ্যমে তোলপাড়।

সাম্প্রতিক ফর্ম বিবেচনা করে তাদের মতে সিরিজের অন্যতম সেরা ব্যাটসম্যান হতে যাচ্ছেন বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটেই সর্বোচ্চ রান করা তামিম ইকবাল।

আর রিয়াদকে এই তিন তালিকায় রাখার কারণও তার সাম্প্রতিক ফর্ম। এছাড়া এই রিয়াদের সেঞ্চুরিতেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ইংল্যান্ড।

স্কাই স্পোর্টসের মতে, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনের মত তারকা পেসারের অনুপস্থিতে সিরিজে বাংলাদেশের মূল পেস অস্ত্র হবেন তাসকিন আহমেদ।
৫ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে