বুধবার, ০৫ অক্টোবর, ২০১৬, ০১:৪১:১৫

পাঠানরা সীমান্তে দাঁড়ালে দুনিয়ার কারো শক্তি নেই তা অতিক্রম করার : ভারতকে আফ্রিদির হুংকার

পাঠানরা সীমান্তে দাঁড়ালে দুনিয়ার কারো শক্তি নেই তা অতিক্রম করার : ভারতকে আফ্রিদির হুংকার

স্পোর্টস ডেস্ক: উরি হামলার পর থেকে পাক-ভারত সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। এই মুর্হুতে দুই দেশের রাজনৈতিক কর্তারা যে যার মতো আগুনে তুষ মারছেন। বাদ যাচ্ছেন না ক্রিকেটাররাও। তার ফলে যার পর নাই পরিস্থিতি আরো উত্তপ্ত হচ্ছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধানের সাথে সুর মিলিয়ে সৌরভ গাঙ্গুলি তো পাকিস্তানের সাথে ক্রিকেট না খেলার কথা জানিয়েছেন। কম যান কিসে পাকিস্তানের সাবেক বর্তমান খেলোয়াড়রাও। তবে শান্তির বার্তাই দিয়েছিলেন শহিদ আফ্রিদি। কিন্তু তার এই বার্তা নিয়ে রসিকতা করায় এবার তার কড়া জবাব দিলেন তিনি।

উরি হামলার পর দুই দেশের উত্তেজনাকর পরিস্থিতির সময় আফ্রিদি টুইটারের মাধ্যমে বিবাদমান দুই দেশের জনগণের প্রতি শান্তি স্থাপনের আহ্বান জানিয়েছিলেন। টুইটারে বলেছিলেন, 'পাকিস্তান সব সময়ই শান্তিকামী দেশ। এ দেশের জনগণ শান্তি পছন্দ করেন। তাহলে কেন উত্তেজনাপূর্ণ কথা-বার্তা বলা হচ্ছে? যে সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, কেন সেই পরিস্থিতিকে ঘোলাটে করা হচ্ছে?'

প্রতিবেশির সাথে পাকিস্তান শান্তি চায়- এই কথাটাকে হ্যাশ ট্যাগ দিয়ে আফ্রিদি লেখেন, 'পাকিস্তান সবার সাথে ভালো এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। যখন দুই প্রতিবেশি লড়াইয়ে লিপ্ত হয়, তখন দু'জনেরই ঘর ক্ষতিগ্রস্থ হয়। সুতরাং, যুদ্ধকে না বলুন।'

আফ্রিদির এসব মন্তব্য নিয়ে ভারতজুড়ে হাস্যরসের সৃষ্টি হয়। ভারতের কিছু নিউজ পোর্টাল এমনও উল্লেখ করেছে যে, ভারতের শক্তিতে ভয় পেয়ে এমন মন্তব্য করেছেন আফ্রিদি। তিনি ভারতকে ভয় পান। এ বিষয়টিই আবার দৃষ্টিগোচরে আনা হয় আফ্রিদির।

এ বিষয়ে একটি টিভি শোতে জিজ্ঞাসা করা হলে এই পাঠান বলেন, 'ভারত আসলে পাকিস্তান সেনাবাহিনী সম্পর্কে অবগত নয়। এ কারণে তারা এমন মন্তব্য করতে সাহস পাচ্ছে। এখানে তো সবাই পাঠান। পাঠানরা সীমান্তে দাঁড়িয়ে গেলে দুনিয়ার আর কারো শক্তি নেই সেই দেয়াল অতিক্রম করে।'
৫ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে