বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৪২:৪৬

শাহাদাত ইস্যুতে অবশেষে মুখ খুলেছে বিসিবি

শাহাদাত ইস্যুতে অবশেষে মুখ খুলেছে বিসিবি

স্পোর্টস ডেস্ক: গৃহকর্মী হ্যাপীকে নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলায় পলাতক রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের পেসার শাহাদাত হোসেন রাজীব। এদিকে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেট লিগ। অপরদিকে তাকে বাঁচাতে বিসিবিতে তদারকি করছে তার বাবা-মা। এমন এক সময় শাহাদাতের ঘরোয়া ক্রিকেট খেলতে কোন বাধা নেই বলে মন্তব্য করেছেন বিসিবির ডিসিপ্লিনারি কমিটির প্রধান শেখ সোহেল।

যেহেতু পুলিশ শাহাদাতকে খুঁজছে, সেহেতু খেলতে এলে তাকে অনায়াসেই আটক করতে পারে পুলিশ। তখন বিসিবির অবস্থান কি হবে এমন প্রশ্নের জবাবে বৃহস্পতিবার শেখ সোহেল বলেন, ‘যদ্দুর জানি, এখনও তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়নি। ওয়ারেন্ট হওয়ার পর কিছু একটা দেখা যাবে। আমরা দেখব, আইন কি বলে। ওয়ারেন্ট হলে বোর্ড আছে, ডিসিপ্লিন আছে, পরে এটা নিয়ে বিসিবিতে সিদ্ধান্ত নেয়া যাবে।’

তবে আগামী ১৮সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগে খেলতে শাহাদাতের সামনে কোন বাধা নেই বলে জানান তিনি। এ প্রসঙ্গে শেখ সোহেল বলেন, ‘আমার মনে হয়, অবশ্যই খেলতে পারবে সে। কারণ ক্রিকেটে বা খেলায় তো সে এমন কোনো আচরণ করেনি, যে তাকে খেলতে বাধা দেওয়া যাবে। যেটা হয়েছে সেটা আলাদা ও তার ব্যক্তিগত ব্যাপার। এটার সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্ক নেই।’
১০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে