বুধবার, ০৫ অক্টোবর, ২০১৬, ০৭:৫৭:২৪

২ রান করেই আউট হয়ে গেলেন আশরাফুল

২ রান করেই আউট হয়ে গেলেন আশরাফুল

স্পোর্টস  ডেস্ক: প্রথম ইনিংসে বল হাতে ৪ উইকেট ও ব্যাট হাতে ২৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ২ রান করলেন ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির শাস্তি থেকে সদ্য মুক্তি পাওয়া মোহাম্মদ আশরাফুল। জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের বিপক্ষে ঢাকা মেট্রোর হয়ে দ্বিতীয় ইনিংসে ৪০ বল খেলে ২ রান করেন তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৩টি বাউন্ডারির সাথে ৬৩ বলে ২৬ রান করেন তিনি।

তবে খুলনায় বরিশাল ও ঢাকা মেট্রোর চারদিনের ম্যাচটি ড্র হয়েছে। টস জিতে প্রথমে ব্যাট করে ৪১৯ রানে অলআউট হয় বরিশাল। এই ইনিংসে আরাফাত সানি ও আশরাফুল ৪টি করে উইকেট নেন।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট হয় ঢাকা। ছয় নম্বরে ব্যাটিং-এ নেমে ৮৮ মিনিটে ২৬ রান করেন আশরাফুল।

এরপর ফলো-অনে পড়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৫৩ রান করে ঢাকা। ফলে ম্যাচটি ড্র হয়। এই ইনিংসে ৫৯ মিনিট উইকেটে থেকে ৪০ বলে ২ রান করেন অ্যাশ।
০৫ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে