রবিবার, ০৯ অক্টোবর, ২০১৬, ০২:১০:৩৬

দলে ফিরলেন নাসির, ব্যাটিংয়ে বাংলাদেশ

দলে ফিরলেন নাসির, ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দলে ফিরেছেন নাসির হোসেন।   প্রথম ওয়ানডে হারের কারণে আজকের ম্যাচটি টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

জয় ছাড়া অন্য কিছু ভাবছে না তারা। সেই লক্ষ্যে কঠোর অনুশীলন করছেন টাইগাররা। নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠে প্রবেশ করেছে বাংলাদেশ দল। দুপুর ১২টা থেকেই অনুশীলন শুরু করে মুশফিক-মাশরাফিরা।

যথারীতি মাঠে সবার আগে প্রবেশ করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমম। প্রথমে টিম বয় নাসিরকে নিয়ে ব্যাটিং অনুশীলন করেন তিনি। এরপর মূল উইকেটের পাশে হ্যালসলের অধীনে দীর্ঘক্ষণ উইকেটকিপিং অনুশীলন করেন।

মুশফিক মাঠে ঢোকার একটু পরেই মাঠে প্রবেশ করেন সাকিব আল হাসান। ব্যাট হাতে তিনিও দীর্ঘক্ষণ অনুশীলন চালিয়ে যান। মাঠের অপর প্রান্তে ওয়ার্ম আপে ব্যস্ত থাকেন শফিউল-তাসকিনরা।

এর প্রায় ২০ মিনিট পর মাঠে আসেন সাব্বির রহমান। তার একটু পরে আসেন নবীন তারকা মোসাদ্দেক হোসেন। এ দু'জনই দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করতে থাকেন। তাদের সঙ্গে পরে যোগ দেন নাসির হোসেন ও সৌম্য সরকার।

এ সময় পশ্চিম পার্শে ট্রেনার মারিও ভিল্লাভারায়নের নেতৃত্বে ওয়ার্ম আপ করে অন্যান্য খেলোয়াড়রা। মাঠের এক প্রান্তে ওয়ালশের অধীনে শফিউল-তাসকিনরা বোলিং অনুশীলন করেন। অপর প্রান্তে সামারাভিরার অধীনে ব্যাটিং অনুশীলন করেন তামিম-মাহমুদউল্লাহরা। এছাড়া ফিল্ডিং অনুশীলনও করেন সাকিব-নাসিররা। এখন শুরু হচ্ছে মূল লড়াই।
৯ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে