রবিবার, ০৯ অক্টোবর, ২০১৬, ০৪:৪৪:৪৮

বিপদ বাড়িয়ে চলে গেলেন সাকিব আল হাসান

বিপদ বাড়িয়ে চলে গেলেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক: প্রথম ওয়ানডে হেরে যাওয়ায় আজ জয় ছাড়া আর কোনো বিকল্প নেই মাশরাফিদের সামনে। সিরিজে টিকে থাকার দিন টস হেরেছে বাংলাদেশ। ভাগ্য পরীক্ষায় জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।

ব্যাটিংয়ে নেমে ধীরগতির শুরু করে বাংলাদেশ। তবে সপ্তম ওভারে দলীয় ২৫ রানে দ্রুত রান তোলার তাগাদায় বড় শট খেলতে উদ্দত হন ইমরুল কায়েস। ক্রিস ওকসের বলে উইলির হাতে ক্যাচ দিয়ে ১৮ বলে ১১ রান করে ফিরে যান গত ম্যাচের সেঞ্চুরিয়ান ইমরুল কায়েস।

ইমরুল ফিরে যাবার পর অধৈর্য্য হয়ে ওঠেন তামিম ইকবালও। নবম ওভারে ক্রিস ওকসের বলে তেড়ে মারতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন তিনিও। আউট হবার আগে ৩১ বলে ১৪ রান করেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।

দুই উদ্বোধনী ব্যাটসম্যান আউট হবার পর ব্যাটিংয়ে এসে ধুঁকতে থাকেন সাব্বির রহমান রুম্মন। ইংলিশ পেসারদের দাপটে রানই বের করতে পারছিলেন না এই ব্যাটসম্যান। বলের বলে বোল্ড হবার আগে ২১ বলে মাত্র তিন রান করেন তিনি।

এরপর ৫০ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয়টা সামলানোর চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

তবে দলীয় ৮৯ রানে মাহমুদউল্লাহকে একা রেখে জ্যাক বলের শট বলে হুক করতে গিয়ে মঈন আলীকে ক্যাচ দিয়ে বিদায় নেন মুশফিক (২১)। মুশফিক বিদায়ের খানিক বাদেই ক্যারিয়ারের ১৬তম অর্ধশতক তুলে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর পরেই টাইগার দলে বিপদ আরও বাড়িয়ে আউট হয়ে সাজঘরে চলে যান অলরাউন্ডার সাকিব আল হাসান।
০৯ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে