রবিবার, ০৯ অক্টোবর, ২০১৬, ০৫:০৭:১৫

ভুলগুলো শুধরে জয় ছিনিয়ে আনবে টাইগাররা

ভুলগুলো শুধরে জয় ছিনিয়ে আনবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক: মারিয়া নূর। উপস্থাপক, মডেল ও অভিনেত্রী। তার উপস্থাপনায় জিটিভিতে আজ রাতে প্রচার হবে ক্রীড়া বিশ্লেষণধর্মী অনুষ্ঠান 'ক্রিকেট ম্যানিয়া'। এই অনুষ্ঠান এবং রকেট সিরিজে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচসহ অন্যান্য বিষয়ে কথা বলেছেন তিনি -
কথা ছিল 'ক্রিকেট এক্সট্রা' অনুষ্ঠানে থাকবেন, তার পরিবর্তে 'ক্রিকেট ম্যানিয়া'য় কেন?

'ক্রিকেট এক্সট্রা' অনুষ্ঠানটি সরাসরি স্টেডিয়াম থেকে প্রচার হয়। বিসিবির কড়া নজরদারির কারণে আমি চাইলেও এখন স্টেডিয়ামে প্রবেশ করতে পারব না। কারণ বাংলাদেশ বনাম ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচের আইডি কার্ড হারিয়ে ফেলেছি। ক'দিন ধরে ব্যস্ততা খুব বেড়ে গেছে। একের পর এক কাজের তাড়ায় এদিক-ওদিক ছোটাছুটি করতে হচ্ছে। এই ছোটাছুটি করতে গিয়ে কখন যে কোথায় কার্ডটা হারিয়ে গেছে, বুঝতেই পারিনি। এ জন্য 'ক্রিকেট এক্সট্রা' অনুষ্ঠানের পরিবর্তে 'ক্রিকেট ম্যানিয়া' উপস্থাপনা করছি। কারণ এই অনুষ্ঠানটি জিটিভির স্টুডিওতে ধারণ করা হয়।

অনেক দিন ধরে ক্রিকেটবিষয়ক অনুষ্ঠান করছেন। সেই অভিজ্ঞতা থেকে জানতে চাই, আবারও কি জয়ের কাছাকাছি গিয়ে বাংলাদেশ অঘটনের শিকার হতে পারে?

দেখুন ক্রিকেটবিষয়ক অনুষ্ঠান করলেও আমি কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞ নই। কিন্তু বিভিন্ন সময় খ্যাতিমান ক্রিকেটার ও ক্রিকেটবোদ্ধাদের সঙ্গে কথা বলে এটুকু বুঝেছি, ক্রিকেট অনিশ্চয়তার খেলা। কখন কী হবে তা বলা মুশকিল। তার পরও আমি বাংলাদেশের সিরিজ জয়ে আশাবাদী। আজকের খেলায় আগের ভুলগুলো শুধরে জয় ছিনিয়ে আনবে বাংলাদেশ- এটাই আমি বিশ্বাস করি। গত দেড় বছরে বাংলাদেশ ক্রিকেট দল যে পারফরম্যান্স দেখিয়েছে, তাতে প্রমাণ হয়েছে, আমরা বিশ্বের যে কোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা রাখি।

এবার বলুন, 'ক্রিকেট এক্সট্রা' বা 'ক্রিকেট ম্যানিয়া'র উপস্থাপকের সঙ্গে 'লেট নাইট কফি'র মারিয়া নূরের পার্থক্য কোথায়?

'ক্রিকেট এক্সট্রা' ও 'ক্রিকেট ম্যানিয়া' অনুষ্ঠানে আপনারা যে মারিয়াকে দেখেন, তার উপস্থাপনা সহজ-সাবলীল। আর 'লেট নাইট কফি' অনুষ্ঠানের মারিয়া একটু দুষ্টু। অতিথির সঙ্গে মজা করতে ভালোবাসে।

উপস্থাপনায় নিয়মিত দেখা গেলেও অভিনয়ে তেমন একটা দেখা যাচ্ছে না। এর কারণ কী?

আমি উপস্থাপক, অভিনেত্রী নই। উপস্থাপনার বাইরে অন্য কিছু করার কথা তেমন একটা ভাবি না। 'ফাইভ ফিমেল ফ্রেন্ডস' ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলাম শখের বসে। নিজের চরিত্রে অভিনয় করতে হবে বলেই সম্মতি দিয়েছিলাম। অনেক দিন পর এবার ঈদে একক নাটকে অভিনয় করেছি নির্মাতার বিশেষ অনুরোধে। এমন নয় যে, অভিনয়ের প্রতি আমার কোনো ভালোলাগা নেই। ভালোলাগা আছে, তবে এর পেছনে সময় দিতে পারি না, চর্চাও নেই। এ জন্য অভিনয় করা হয়ে ওঠে না। যখন অভিনয়ের সিদ্ধান্ত নেব, তখন নিজেকে তৈরি করে নিয়েই ক্যামেরার সামনে দাঁড়াব।

একটু আগে বলছিলেন ব্যস্ততা আগের চেয়ে বেড়ে গেছে। নিয়মিত কাজের বাইরেও কি অন্য কোনো অনুষ্ঠান করছেন?

ঠিকই অনুমান করেছেন। নাগরিক টিভি নামে নতুন একটি চ্যানেলের জন্য রান্নার একটি অনুষ্ঠান করছি। অনুষ্ঠানের নামটা এখনই বলতে চাই না। তবে এটুকু বলি, এ সময়ের অন্যান্য রান্নার অনুষ্ঠান থেকে এটি সম্পূর্ণ আলাদা। নিয়মিত কাজের পাশাপাশি এই অনুষ্ঠানের জন্য অনেকটা সময় দিতে হচ্ছে।-সমকাল
০৯ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে