বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরেই দেশজুড়ে খোঁজা হচ্ছিল নতুন হিরো। অবশেষে তার সন্ধান মিলল। শনিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশনের নবরাত্রি হলে ‘ফেয়ার অ্যান্ড লাভলী মেন-চ্যানেল আই হিরো; পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি-২০১৬’ প্রতিযোগিতা শেষে খোঁজ মিলল সেই কাক্সিক্ষত হিরোর।
এবারের চূড়ান্ত বিজয়ী হয়েছেন সাভারের ছেলে বাঁধন। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন এক লাখ টাকা, একটি ব্র্যান্ড নিউ গাড়ি এবং ইমপ্রেস টেলিফিল্মের ‘নক্ষত্রের রাত’ ছবিতে জনপ্রিয় অভিনেত্রী মাহির বিপরীতে কাজের সুযোগ। হুমায়ূন আহমেদের লেখা এই জনপ্রিয় উপন্যাসে নির্মিতব্য ছবিটি পরিচালনা করবেন মেহের আফরোজ শাওন।
শনিবার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে এ ঘোষণা দেয়ার পর মাহির হাতে তুলে দেয়া হয় ‘নক্ষত্রের রাত’ ছবির ক্ল্যাপবোর্ড। এ সময় মঞ্চে ছিলেন পরিচালক মেহের আফরোজ শাওন, ছবিটির পরিবেশনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর জাভেদ আক্তার।
বিজয়ী হিসেবে নাম ঘোষণার পর বাঁধন বলেন, এটা সত্যিই আমার জন্য বড় একটা প্ল্যাটফর্ম। এই পর্যায়ে এসে পৌঁছাব স্বপ্নেও ভাবিনি কোনোদিন। এজন্য চ্যানেল আই, বাংলাদেশ আর্মি ও এই অনুষ্ঠানের আজকের বিচারক চিত্রনায়ক রিয়াজ, অভিনেত্রী তানিয়া আহমেদ এবং ফেরদৌস ভাইকে ধন্যবাদ জানাই। এদিকে প্রথম রানারআপ হয়েছেন কিশোরগঞ্জের শাহরিয়ার হাসান পুষন এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন একই জেলার তন্ময় ঘোষ।
চূড়ান্ত পর্বে পাঁচজন প্রতিযোগী ছিলেন। তারা ৩০ হাজার প্রতিযোগী টপকে শেষ পর্যন্ত চূড়ান্ত পর্বে আসেন। লেজার শা’র মধ্য দিয়ে গ্র্যান্ড ফিনালের এই আয়োজনে ছিল এক অসাধারণ থিম সং। ঝাঁজালো আলোর দীপ্তিতে ভাসছিল বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি হল। চমক ছিল গোটা আয়োজনজুড়েই।
০৯ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস