সোমবার, ১০ অক্টোবর, ২০১৬, ০৯:২৩:৫৯

কিউদের হতাশ করে রানের পাহাড়ে উঠলো ভারত

কিউদের হতাশ করে রানের পাহাড়ে উঠলো ভারত

স্পোর্টস ডেস্ক : রীতিমত রানের পাহাড়েই উঠল ভারত। এই ম্যাচে বিরাট কোহলি যা পারলেন তা পারলেন না অজিঙ্ক রাহানে৷ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে মহাষ্টমীর পুণ্যলগ্নে জোড়া ডাবল সেঞ্চুরির অসাধারন মঞ্চ তৈরী হয়ে গিয়েছিল৷বিরাট কোহলির ২০০-র পর রাহানের দ্বি-শতরানের জন্যই প্রহর গুনছিল ইন্দোর৷

অবশ্য কিউদের হতাশ করে বোল্টের বলে ওয়াটলিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেললেন রাহানে৷ ভারতও উঠে রান পাহাড়ে। স্টেডিয়ামে কয়েক মুহূর্তের নীরবতা৷১৮৮ রানে থেমে গেল রাহানের ইনিংস৷৩৮১ বলের ইনিংসে ১৮টি চার ও চারটি ছয় হাঁকানো রাহানে মাত্র ১২ রানের জন্য ডাবলের সুযোগ হাতছাড়া করলেন৷

৩৬৬ বলে ২১১ রান করে বিরাট ফিরে গিয়েছিলেন ‘স্ট্যান্ডিং ওভেসন’কে সঙ্গী করেই৷রাহানের জন্যও তোলা ছিল সেরকমই কিছু একটা৷অসাধারণ ইনিংস খেলেও ব্যর্থ হলেন তিনি৷রাহানে-কোহলি জুটি চতুর্থ উইকেটে ৩৬৫ রান যোগ করে দিয়েছিল ভারতের স্কোরবোর্ডে৷এরপর রোহিত শর্মা ও জাদেজা ক্রিজে সময় কাটালেন৷

রোহিত এদিন ৬৩ বলে ঝোড়ো ৫৩ রানের ইনিংস খেললেন৷তিনটি চার ও দু’টি ছয় এল তাঁর ব্যাট থেকে৷রোহিতের মতোই অপরাজিত ছিলেন জাদেজাও৷২৭ বলে ১৭ করেন তিনি৷রাহানে-কোহলিরা ভারতকে রানের শৃঙ্গে নিয়ে গেলেন৷

প্রথম ইনিংসে ৫৫৭/৫ ডিক্লেয়ার করল ভারত৷দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ড ব্যাট করছে ২৮ রানে৷দলের দুই ওপেনার মার্টিন গুপটিল (১৭) ও টম ল্যাথাম (৬) ব্যাট করছেন৷
১০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে