সোমবার, ১০ অক্টোবর, ২০১৬, ১০:১৫:৪৬

ব্যাট হাতেই উপেক্ষার সব জবাব দিয়েছেন টাইগার নাসির

ব্যাট হাতেই উপেক্ষার সব জবাব দিয়েছেন টাইগার নাসির

স্পোর্টস ডেস্ক : মিস্টার ফিনিশার নাসির হোসেন জবাব দিয়েছেন উপেক্ষার। টানা ১০টি ম্যাচ একাদশের বাইরের ছিলেন তিনি। মিস্টার ফিনিশারের নাম হয়ে যায় পানি টানা নাসির।

অপেক্ষার পর দলে সুযোগ হয় তার। নাসিরের মত একজন যোগ্য ক্রিকেটারকে দলে নেয়ার সুফল পায় বাংলাদেশ। সুফল পায় বিসিবি ও ক্রিকেটপ্রেমীরা। ব্যাট হাতেই উপেক্ষার সব জবাব দিয়েছেন নাসির।

ইংল্যান্ডের ১৬৯ রানে সাত উইকেট হারিয়ে যখন দুই শ' রানের আগেই অলআউট হবার শঙ্কায় পড়েছিলো বাংলাদেশ; তখন আবারো বাংলাদেশ দলের ত্রাতা হয়ে এলেন তিনি।

শেষ পর্যন্ত ছোট অথচ কার্যকরী একটি ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন সম্মানজনক স্কোর। রোববার বাংলাদেশের গুরুত্বপূর্ণ জয়ে এই ইনিংসের বিশেষ গুরুত্ব রয়েছে। তিনি পাশে না থাকলে হয়তো মাশরাফিও তার অধিনায়কোচিত ইনিংসটি খেলার সুযোগ পেতেন না।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নাসির যখন ব্যাটিংয়ে নামেন তখন প্রায় ২৫ হাজার দর্শক একসঙ্গে দাঁড়িয়ে গর্জে ওঠে ‘নাসির’ ‘নাসির’ স্লোগানে। তারই প্রতিদান ব্যাট হাতে ভালোভাবেই দিয়েছেন তিনি। রানের হিসেবে বড় না হলেও, প্রয়োজনীয় মুহূর্তে কার্যকরী এক ইনিংস খেলেন এ অলরাউন্ডার।

২৭ বলে ২টি চারের সাহায্যে ২৭ রান করে অপরাজিত থাকেন তিনি। তবে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে ৬৯ রানের জুটি গড়ার কারণে মূলতঃ ২৩৮ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৩১০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৫৩ বল বাকি থাকতে চার উইকেটে ২৭১ রান সংগ্রহ করে ফেলেছিল বাংলাদেশ। জয় থেকে ৩৯ রান দুরে তখন বাংলাদেশ। এ সময় ব্যাটসম্যানদের একের পর এক ব্যর্থতায় উল্টো ২১ রানে হেরে যায় টাইগাররা।

তখনই একজন দক্ষণ ফিনিশারের অভাব চরমভাবে ফুটে ওঠে। এ কারণেই নাসির হোসেনকে একাদশে ফিরিয়ে আনার জন্য ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ সারা দেশে। একপ্রকার গণদাবির মুখেই টিম ম্যানেজমেন্ট বাধ্য হয় নাসিরকে একাদশে ফিরিয়ে আনতে।

আগের ম্যাচে দু’টি সহজ ক্যাচ ছাড়ার পাশাপাশি দুর্বল ব্যাটিং-বোলিং করার জন্য মোশাররফ হোসেন রুবেলের জায়গায় একাদশে ফেরেন নাসির।

নাসিরকে দলে অন্তর্ভুক্ত করতে ফেসবুকসহ সকল সামাজিক মাধ্যমগুলোতে আলোচনার ঝড় নামে। সমর্থকদের সে দাবিতে কিছুটা হলেও চাপে থাকে টিম ম্যানেজমেন্ট। অবশেষে সমর্থকদের সে দাবি পূরণ হয়। রুবেলের জায়গায় একাদশে ফিরেই তাদের আস্থার প্রতিদান দেন নাসির হোসেন।
১০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে