সোমবার, ১০ অক্টোবর, ২০১৬, ১১:৫৪:১৩

ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়তে ফাইনাল যুদ্ধে নামছে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়তে ফাইনাল যুদ্ধে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : রোববারের ম্যাচে জয় পাওয়ায় অধিনায়ক মাশরাফি বিন মতুর্জার সামনে হাতছানি ঘরের মাঠে টানা সপ্তম সিরিজ জয়ের রেকর্ড গড়ার। সে জন্য চট্টগ্রামের ম্যাচে ভাল সুযোগই দেখছেন বাংলাদেশ অধিনায়ক।

চট্টগ্রামেই হবে দুই দেশের ফাইনাল যুদ্ধ। ২০১০ সালে মাশরাফি বিন-মতুর্জা অধিনায়কের দায়িত্ব পাবার পর বিস্ট্রলে প্রথম দ্বিপাক্ষিক সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয় পেয়েছিলো বাংলাদেশ।

প্রায় ছয় বছর পর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে একই চিত্র ফিরিয়ে এনেছেন টাইগার দলপতি। জ্যাক বলকে আউট করে ৩৪ রানের জয় ছিনিয়ে পুরো বাংলাদেশকে উৎসবে মাতান ব্যাটিংয়ে ৪৪ রান আর চার উইকেট শিকার করে ম্যান অব দ্যা ম্যাচ মাশরাফি।

মাহমুদুল্লার ৭৫ রান আর অষ্টম উইকেট জুটিতে মাশরাফি-নাসিরের ৬৯ রানের পার্টনারশিপে ইংলিশদের ২৩৯ রানের মোটামুটি টাগের্ট ছুড়ে দেয় টাইগাররা। তবে ইংলিশদের জয়ের লক্ষ্যটা কঠিন করে তোলেন মাশরাফি তাসকিন-সাকিব।

এবার সিরিজ জয়ের দিকে তাকিয়ে মাশরাফি। ইতিহাস গড়তে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ টিম।
দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ফিরেছে বাংলাদেশ।

এবার আশা সিরিজ জয়ের। এ নিয়ে স্বাগতিক অধিনায়ক বলেন, ‘সুযোগ আছে। হবে কি না, সেটা তো বলা যাচ্ছে না। তবে খুব ভালো সুযোগ আছে। স্পেশালি ধরেন এ রকম একটা ম্যাচ জেতার পরে মোরালি সবই ভালো অবস্থায় থাকার কথা।’

‘সবাই যদি ফিট থাকি এবং চিটাগংয়ে যেয়ে ভালো মতো প্রিপারেশন নিতে পারি, অবশ্যই সুযোগ আছে।’-বলেন ম্যাশ। নিজের পারফর্মেন্সের চেয়েও দলের জয়কেই গুরুত্ব দিয়েছেন টাইগার কাপ্তান। তবে মাঠে খেলেয়াড়দের সংযত থাকারও পরামর্শ দিয়েছেন তিনি।

ম্যাশ ওই সময়টাতে বেশ উত্তেজিত ছিলাম। অনেক সময় এমটা হয়ে যায়। তবে মাঠে খেলেয়াড়দের সংযত থাকাই উচিত।

ম্যাচটা হাতছাড়া হওয়ায় অখুশি ইংলিশ অধিনায়ক জস বাটলার। তবে সিরিজ জয়ের সুযোগ থাকায় সেটা কাজে লাাগাতে চান ১২-ই অক্টোবর চট্টগ্রামে হতে যাওয়া সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেতে।

বাটলার বলেন, ম্যাচটা হেরে আমরা অখুশি। তবে যে অবস্থায় আছি সেটা ইতিবাচক। এখনো সিরিজ জয়ের সুযোগ রয়েছে। বাংলাদেশ দল সিরিজে সমতায় ফেরার ভক্তদের মনে ছিলো দারুণ উচ্ছাস।  সেসময় পুরো স্টেডিয়াম ছিলো উৎসবে মুখর।
১০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে